শিরোনাম
◈ ফের ফরিদপুরে মহাসড়ক অবরোধ, ২১ জেলার যান চলাচল বন্ধ ◈ থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ধনকুবের অনুতিন চার্নভিরাকুল ◈ ৮০'র দশ‌কে পা‌কিস্তানী ক্রিকেটার ইমরান খা‌নের প্রেমে ম‌জে‌ছি‌লেন ব‌লিউড অ‌ভি‌নেত্রী রেখা ◈ ভুয়া আর্থিক প্রণোদনা নিয়ে সতর্ক করল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ◈ ২৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে দ. আফ্রিকার রোমাঞ্চকর জয়  ◈ হার্টের অপারেশনের পরে প্রথম গণমাধ্যমের সামনে জামায়াত আমির, যা বললেন (ভিডিও) ◈ ফরিদপুরে প্রশাসনের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নিল জনতা, যান চলাচল স্বাভাবিক ◈ গাছ থেকে উদ্ধার হলো ১০ ফুট দৈর্ঘ্যের অজগর ◈ প্রস্তাবিত আচরণবিধি: নির্বাচনী প্রচারে নতুন কড়াকড়ি, বিদেশে সভা-সমাবেশ ও পোস্টার নিষিদ্ধ ◈ ভারত ভেঙে ছোট ছোট দেশ গঠনের প্রস্তাব অস্ট্রিয়ার অর্থনীতিবিদের

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৯, ১২:০৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০১৯, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণরা আমার প্রতিদ্বন্দ্বী না বরং নতুন সম্ভাবনা, বললেন মাহমুদউল্লাহ

আক্তারুজ্জামান : ঘরোয়া এবং বয়সভিত্তিক ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্স করছেন আফিফ হোসেন ও সাইফ হাসানরা। তাদের কাছে জায়গা হারাবেন কিনা এমন প্রশ্নের উত্তরে জাতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার এ উত্তর দেন। গত ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসরে ১৬ ম্যাচে ৬২.৬১ গড়ে ৮১৪ রান সংগ্রহ করেন ২০ বছর বয়সী সাইফ। ছিলেন টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহকও।

সাইফের পাশাপাশি ব্যাট হাতে ফর্মে আছেন ১৯ বছর বয়সী তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবও। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে নিজেকে আবারো প্রমাণ করেন তিনি।
জাতীয় দলের হয়ে খেলা এখন আফিফ এবং সাইফদের জন্য সময়ের ব্যাপার বলেই ধারণা অনেকের। এই তালিকায় আছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহও। সাইফ-আফিফদের নিজের প্রতিদ্ব›দ্বী হিসেবে দেখছেন না মাহমুদউল্লাহ। বরং নতুন এবং প্রতিভাবান ক্রিকেটার উঠে আসার বিষয়টিকে স্বাগত জানানোর পক্ষে তিনি।

মাহমুদউল্লাহ বলেন, ‘আমি খুব ইতিবাচকভাবে নিচ্ছি বিষয়টি (চ্যালেঞ্জ)। কারণ আপনি যাদের নাম বললেন সাইফ, আফিফ ওরা কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে অনেক ভালো করছে। তারা সকলেই অনেক প্রতিভাবান খেলোয়াড়। আমি সবসময় স্বাস্থ্যকর প্রতিযোগিতাকে স্বাগত জানাই।’

বাংলাদেশ ক্রিকেট দলে স্বাস্থ্যকর প্রতিযোগিতার বিকল্পও দেখছেন না মাহমুদউল্লাহ। অভিজ্ঞ এই অলরাউন্ডারের মতে সুষ্ঠু প্রতিযোগিতাই হতে পারে খেলোয়াড়দের উন্নতির সিঁড়ি। দলের মধ্যে এই প্রতিযোগিতা সব সময় উপভোগ করেন তিনি।

মাহমুদউল্লাহর ভাষায়, ‘স্বাস্থ্যকর প্রতিযোগিতা না থাকলে ক্রিকেটে কখনো উন্নতি হবে না আর আমাদেরও উন্নতি হবে না। তাই আমি প্রতিযোগিতা সব সময় উপভোগ করি আর এটা আমাদের সবার জন্যই ভালো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়