শিরোনাম
◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব ◈ চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টা অভিযুক্ত আসামীকে জেলহাজতে প্রেরণ ◈ বালিয়াডাঙ্গীতে মির্জা ফখরুলের ভাইয়ের গাড়িবহরে হামলা, আহত ৪ ◈ এবার রাজধানীর মিরপুরে ‘৫ কোটি টাকা’ না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি ◈ আটকের গুজব উড়িয়ে দিলেন সাবেক মন্ত্রী এমএ মান্নান, বললেন ‘ভালো আছি, বাসায় আছি’ ◈ মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, আমি ফাঁইসা গেছি’, গ্রেপ্তার রবিনের দাবি ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০% মূল্য সংযোজন চাহিদা বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি ◈ সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা, বললেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ◈ অন্যায়কারী যেই হোক, প্রশ্রয় নয়: মিটফোর্ড হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তারেক রহমানের

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯, ০৩:২৪ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে ৮ কারণে মৌসুমের প্রথম ম্যাচেই হারলো বার্সেলোনা

রাকিব উদ্দীন : লা লিগার প্রথম ম্যাচেই অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে ১-০ গোলে হারে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লস কিউলসের নায়ক আরিজ আদুরিজের বাইসাইকেল শটে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়তে হয় কাতালানদের। অবশ্য বার্সার হারের পেছনে কিছু কারণও রয়েছে। বার্সেলোনার হারের ৮টি কারণ খুঁজে বের করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।

প্রথমত, আয়াক্সের তরুণ ডিফেন্ডার ডি জং মিডফিল্ডে দুর্দান্ত খেললেও আর্নেস্তো ভালভার্দে ডাচ ডিফেন্ডারের উপযুক্ত সহযোগী মাঠে নামাতে ব্যর্থ হয়েছে। কার্লোস অ্যালেনা, সার্জিও রবার্তোর সাথে লা লিগার প্রথম ম্যাচে ডি জংয়ের পারফর্ম্যান্স পূর্ববতী ম্যাচগুলোর মতো তেমন উজ্জ্বল ছিলো না। মিডফিল্ডে ভুল পাসের পরিমাণ বেড়ে যাওয়ায় প্রতিপক্ষের জালে গোল ভেড়াতে ব্যার্থ হয়েছে কাতালানরা।

দ্বিতীয়ত, অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে গ্রীজম্যানকে দলে ভেড়ানোর পর ফরোয়ার্ড বৃদ্ধি পেলেও মেসির অনুপস্থিতিতে সুয়ারেজের বদলি হিসেবে খেলানোর জন্য কোনো প্লেয়ার নেই। লা লিগার প্রথম ম্যাচে সুয়ারেজ ইনজুরিতে পড়ার পরেও পরিবর্তন না থাকায় খেলতে হয়েছে তাকে। ইনজুরি নেয়া খেলার কারণে গোলের দেখা পাননি তিনি।

তৃতীয়ত, ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে গ্রীজম্যানকে দলে নিয়ে তার থেকে তেমন ভালো পারফর্ম্যান্স পাচ্ছে না বার্সেলোনা। প্রাক মৌসুমে মাত্র একটি গোলের দেখা পাওয়া ফ্রেঞ্চম্যান লা লিগার প্রথম ম্যাচেও উজ্জ্বল ছিলেন না। দলকে জেতানোর জন্য আশানুরূপ অবদান রাখতে না পারায় লস কিউলসদের কাছে হারতে হয় গ্রীজম্যানের দলকে।

চতুর্থত, মেসির অনুপুস্থিতির কারণে বিলবাওয়ে বিধ্বস্ত হয় কাতালানরা। বার্সেলোনার বেশিরভাগ ম্যাচে সংকটময় মুহূর্ত থেকে দলকে রক্ষা করে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। কিন্তু লা লিগার প্রথম ম্যাচে মেসিকে না পাওয়ায় ম্যাচতি জিততে পারেনি ভালভার্দের শিষ্যরা।

পঞ্চমত, ওসমান দেম্বেলের বাজে পারফম্যান্সের কারণে গোল থেকে বঞ্চিত হয় কাতালানরা। দলের অনিবার্য সদস্য না হলেও বদলি হিসেবে এ ফ্রেঞ্চম্যানের অবদান অনস্বিকার্য। কিন্ত লা লিগার প্রথম ম্যাচে দলের হয়ে অনেকগুলো সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন দেম্বেলে। বার্সার হারার পেছনে এটি অন্যতম কারণ।

ষষ্ঠত, ভালভার্দের দুরদর্শীতার অভাবে এর আগে দুটো চ্যাম্পিয়ন্স লিগ থেকে বঞ্চিত হয় বার্সেলোনা। লা লিগার প্রথম ম্যাচে সমর্থকদের কথায় ভালভার্দে নিয়ে অসন্তুষ্টি প্রকাশ পাচ্ছিলো। কাতালান কোচের সুক্ষ্মতার অভাব দল হারার অন্যতম কারণ।

সপ্তমত, ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহাকে দেখা যায়নি মৌসুমের প্রথম ম্যাচে। কেননা ইতিমধ্যে তাকে অন্য ক্লাবে বিক্রি করে দেওয়ার গুঞ্জন চলছে। অথচ অ্যাথলেটিক ক্লাবগুলোর বিপক্ষে এ তারকার পারফর্ম্যান্স লক্ষণীয়। বিলবাওয়ের বিপক্ষে বার্সেনোলার হেরে যাওয়ার অন্যতম একটি কারণ এটি।

অষ্টমত, লিভারপুল থেকে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে কৌতিনহোকে কিনলেও মৌসুম শুরুর আগেই বায়ার্নের কাছে তাকে বিক্রি করে দেয় বার্সেলোনা। অপরদিকে নেইমারকে দলে ভেড়াতে বার্সার কাছে পরিমিত অর্থের যোগান নেই। কৌতিনহোর অভাবের সাথে নেইমারকে নিয়ে হতাশা দলের উপর খারাপ প্রভাব ফেলে। লা লিগার প্রথম ম্যাচে হেরে যাওয়ার অন্যতম কারণ এটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়