শিরোনাম
◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে? ◈ বাংলাদেশের জন্য যে তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত ◈ ভারতের ব‌্যাড‌মিন্টন ভেন্যুতে মল, নোংরা ও অস্বাস্থ্যকর, খে‌লোয়াড়‌দের অভিযোগ  ◈ পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাতের অভিযোগ বিএনপির, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে দলটি ◈ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সরকারি গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ ◈ আজ ঢাকার তিন পয়েন্ট অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯, ১১:৪২ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের পর বাড়ছে ডেঙ্গু রোগী

মাজহারুল ইসলাম : ঈদুল আযহার ছুটির ৩দিন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা কমলেও গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেড়গুণ বেড়েছে। এ সময়ে আরও ১হাজার ৮৮০জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।গত ৪দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ মারা গেছে।সব মিলিয়ে আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৫৭ জনে। যদিও সরকারি হিসাবে এ সংখ্যা (১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত) ৪০ জন। যুগান্তর

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অতিরিক্ত শয্যার ব্যবস্থা করেও রোগী সংকুলান হচ্ছে না। এমন অবস্থায় অনেকেই ডাক্তারের পরামর্শ নিয়ে নিজ ঘরেই চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিন বিশ্লেষণ করে দেখা গেছে, গত ৭ দিনে রাজধানীর বাইরে রোগীর সংখ্যা বেড়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৮৮০ রোগী ভর্তির পর হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৬৯জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত ৪৬ হাজার ৩৫১জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এদের মধ্যে ৩৮ হাজার ৪৪২জন চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন। তবে বেসরকারি সূত্রের দাবি ওই সংখ্যা আরও অনেক বেশী।

সংশ্লিষ্টরাও বলছেন, সরকারি হিসাবে প্রকাশিত ডেঙ্গু রোগীর চেয়ে বাস্তবে আক্রান্তের সংখ্যা আরও বেশি। কারণ প্রায় প্রতিদিনই বিপুল সংখ্যক রোগী হাসপাতালে শয্যা না পেয়ে বাসায় ফিরে যাচ্ছেন।এ ছাড়া নানা প্রক্রিয়াগত জটিলতায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা তাৎক্ষণিকভাবে সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করা যায় না। এসব কারণে সরকারি ও বেসরকারি হিসাবে আক্রান্ত ও মৃতের সংখ্যায় অনেক তারতম্য থাকছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিন বিশ্লেষণ করে দেখা যায়, ঈদের আগের দিন থেকে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা গত ৪দিনে উঠানামা করে। এরমধ্যে ১১ আগস্ট ২ হাজার ৩৩৪জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয় । ঈদের দিন এই সংখ্যা প্রায় আড়াইগুণ কমে হয় ২ হাজার ৯৩ জন। পরদিন ১৩ আগস্ট ভর্তি হয় ১ হাজার ২০০ রোগী । কিন্তু বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা দেড়গুণ বেড়ে দাঁড়ায় ১হাজার ৮৮০ জনে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়