শিরোনাম
◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯, ০৯:৩১ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হংকংয়ে সামরিক অভিযান চালাবে চীন, আশঙ্কা জোরালো হচ্ছে

মাজহারুল ইসলাম : হংকংয়ে সেনা মোতায়েন করেছে চীন সরকার।সারিবদ্ধ ট্যাংক প্রবেশের ছবিও প্রকাশ করেছে চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস। জানা যায়, হংকংয়ের মূল শহর থেকে ৩০ কিলোমিটার দূরে শেনঝেন শহরের অদূরে চীনা আধাসামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে। স্থানীয় শেনঝেন বে স্পোর্টস সেন্টারের বাইরে সারি সারি ট্যাংক দাঁড়িয়ে থাকার ভিডিও দেখা গেছে।তাই বড় ধরনের অভিযান শুরু হতে যাচ্ছে হংকংয়ে, এমনই ধারণা সংশ্লিষ্ট অনেকের।

এর আগে জাতিসংঘ সংযত হয়ে হংকংয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বেইজিংকে সতর্কবার্তা দিলেও সেনা মোতায়েন করলো চীনা সরকার।
উল্লেখ্য, মাস দুয়েক আগে মূল চীনা ভূখণ্ডে বন্দী প্রত্যর্পণ সম্পর্কিত প্রস্তাবিত একটি আইনকে কেন্দ্র করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয় হংকংয়ে।নিরাপত্তা বাহিনী ওই বিক্ষোভ দমন করতে গেলে তা সহিংসতার দিকে গড়ায়।

পুলিশ এবং বিক্ষোভকারী দু’পক্ষই দিনকে দিন মারমুখী হয়ে উঠছে। রোববার হংকংয়ের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়। পুলিশ রাবার বুলেট ছুড়ে।শহরের কেন্দ্রে ওয়ান চাই এলাকায় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল এবং পেট্রোল বোমা ছুড়ে।
এদিকে সরকার বিরোধী হাজার হাজার বিক্ষোভকারী গত ৫দিন ধরে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের মূল টার্মিনাল নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এমন পরিস্থিতিতে সব ধরনের বিমান ওঠা-নামা স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

হংকং আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। গত বছর (২০১৮ সাল) এ বিমানবন্দরে সাড়ে ৭কোটি যাত্রী যাতায়াত করেছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়