শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯, ০৯:৩১ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হংকংয়ে সামরিক অভিযান চালাবে চীন, আশঙ্কা জোরালো হচ্ছে

মাজহারুল ইসলাম : হংকংয়ে সেনা মোতায়েন করেছে চীন সরকার।সারিবদ্ধ ট্যাংক প্রবেশের ছবিও প্রকাশ করেছে চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস। জানা যায়, হংকংয়ের মূল শহর থেকে ৩০ কিলোমিটার দূরে শেনঝেন শহরের অদূরে চীনা আধাসামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে। স্থানীয় শেনঝেন বে স্পোর্টস সেন্টারের বাইরে সারি সারি ট্যাংক দাঁড়িয়ে থাকার ভিডিও দেখা গেছে।তাই বড় ধরনের অভিযান শুরু হতে যাচ্ছে হংকংয়ে, এমনই ধারণা সংশ্লিষ্ট অনেকের।

এর আগে জাতিসংঘ সংযত হয়ে হংকংয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বেইজিংকে সতর্কবার্তা দিলেও সেনা মোতায়েন করলো চীনা সরকার।
উল্লেখ্য, মাস দুয়েক আগে মূল চীনা ভূখণ্ডে বন্দী প্রত্যর্পণ সম্পর্কিত প্রস্তাবিত একটি আইনকে কেন্দ্র করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয় হংকংয়ে।নিরাপত্তা বাহিনী ওই বিক্ষোভ দমন করতে গেলে তা সহিংসতার দিকে গড়ায়।

পুলিশ এবং বিক্ষোভকারী দু’পক্ষই দিনকে দিন মারমুখী হয়ে উঠছে। রোববার হংকংয়ের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়। পুলিশ রাবার বুলেট ছুড়ে।শহরের কেন্দ্রে ওয়ান চাই এলাকায় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল এবং পেট্রোল বোমা ছুড়ে।
এদিকে সরকার বিরোধী হাজার হাজার বিক্ষোভকারী গত ৫দিন ধরে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের মূল টার্মিনাল নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এমন পরিস্থিতিতে সব ধরনের বিমান ওঠা-নামা স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

হংকং আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। গত বছর (২০১৮ সাল) এ বিমানবন্দরে সাড়ে ৭কোটি যাত্রী যাতায়াত করেছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়