শিরোনাম
◈ এসএমই মেলা-২০২৪ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ◈ ১১ বছর পর পঞ্চমবার এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী ◈ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফের বাস্তুচ্যূত ৯ লাখ ফিলিস্তিনি ◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন ◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩ ◈ সারাদেশে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা ◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৪:১৬ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্দিরে ঢোকার আগে ধর্ম প্রমাণ করার চেয়ে আমার মরে যাওয়া ভালো, বললেন মমতা

রাশিদ রিয়াজ : ভারতে ক্ষমতাসীন রাজনৈতিক দল  বিজেপির নাম উল্লেখ না করেই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “হিন্দু মন্দিরে প্রবেশের আগে যদি আমাকে আমার ধর্ম প্রমাণ করতে হয় তার চেয়ে মরে যাওয়াই আমার পক্ষে ভালো।" মুখ্যমন্ত্রী বলেন, আমি একজন হিন্দু এবং আমি সমস্ত ধর্মকে সম্মান করি। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বলে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় এসে যেসব ধর্মীয় কর্মকাণ্ড রাজ্যে করেছে আর পূর্ববর্তী শাসকদল কী কী করেছে সেসবের তুলনা করা দরকার।

মুখ্যমন্ত্রী জোর দিয়েই বলেন বিগত সরকার অর্থাৎ বাম জমানার তুলনায় রাজ্যে তৃণমূল সরকারের আমলেই বেশি সংখ্যক দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। একটি জাদুঘর উদ্বোধন করতে এসে তৃণমূল সুপ্রিমো বলেন যে, তিনি অবশ্যই একজন হিন্দু তবে অন্যান্য ধর্ম ও বিশ্বাসের প্রতিও তাঁর শ্রদ্ধা রয়েছে। মন্দিরে প্রবেশের আগে পরিচয় দেয়া প্রসঙ্গে মমতা বলেন, তুমি এমন কেউই নও যার কাছে আমাকে আমার ধর্ম প্রমাণ করতে হবে! দুর্গাপুজো কমিটিগুলোকে আয়কর বিভাগের নোটিশ দেওয়ার কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূল মঙ্গলবার একদিনব্যাপী বিক্ষোভ প্রদর্শন করে। বিজেপির এই সিদ্ধান্তকেই আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, “যারা আমার সমালোচনা করে এবং আমার ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন তোলে তাদের চেয়ে আমি সংস্কৃত ধর্মগ্রন্থ বেশি জানি। আমি একজন হিন্দু এবং আমি সমস্ত ধর্মকে সম্মান করি। আমি ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করাতে বিশ্বাস করি না।”

বিজেপি বারেবারেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যে সংখ্যালঘু ভোট সুরক্ষিত করতে মুসলিম তোষণের অভিযোগ এনেছে। তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে দুর্গাপুজো বন্ধ করার তোড়জোর করছে বলেও অভিযোগ করেছে বিজেপি। বিজেপি'র সেই অভিযোগের কথা উল্লেখ করে মমতা বলেন, কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে দলটি নিজেরা কী কী কাজ করেছে সেই দিকে বরং নজর দেওয়া ভালো। মমতা বলেন, “তৃণমূলের শাসনামলে রাজ্যে আরও বেশি করে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। আমাদের জ্ঞান দেওয়ার আগে ওদের (বিজেপি) উচিৎ ক্ষমতায় আসার পরে ওরা যেসব কাজ করেছে তা খতিয়ে দেখা।”

মমতা বিজেপি’কে বলেন, “আমি ওদেরকে (বিজেপি) চ্যালেঞ্জ জানাই যে, আমাদের আট বছরের সরকার যে যে ধর্মীয় কাজ করেছে এবং পূর্ববর্তী সরকার যে যে কাজ করেছে তার তুলনা করতে। আমরা মানবতায় বিশ্বাসী এবং ধর্ম মানেই মানবতা। এটি আমাদের প্রতিটি মানুষকে ভালবাসতে এবং শ্রদ্ধা করতে শেখায়। ধর্ম আমাদেরকে মানুষে মানুষে বিভাজন করতে শেখায় না।”এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়