শিরোনাম
◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব ◈ চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টা অভিযুক্ত আসামীকে জেলহাজতে প্রেরণ ◈ বালিয়াডাঙ্গীতে মির্জা ফখরুলের ভাইয়ের গাড়িবহরে হামলা, আহত ৪ ◈ এবার রাজধানীর মিরপুরে ‘৫ কোটি টাকা’ না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি ◈ আটকের গুজব উড়িয়ে দিলেন সাবেক মন্ত্রী এমএ মান্নান, বললেন ‘ভালো আছি, বাসায় আছি’ ◈ মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, আমি ফাঁইসা গেছি’, গ্রেপ্তার রবিনের দাবি ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০% মূল্য সংযোজন চাহিদা বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি ◈ সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা, বললেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ◈ অন্যায়কারী যেই হোক, প্রশ্রয় নয়: মিটফোর্ড হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তারেক রহমানের

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৯, ১০:৫১ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০১৯, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরোনো দাপট দেখিয়েই রজার্স কাপের শিরোপা জিতলেন নাদাল

স্পোর্টস ডেস্ক : রজার্স কাপের শিরোপা নিজের কবজায় রেখে দিলেন রাফায়েল নাদাল। পুরোনো দাপট দেখিয়েই ধরে রেখেছেন নিজের আধিপত্য। রোববার রাতের ফাইনালে দুরন্ত পারফরম্যান্সে স্প্যানিশ টেনিস সুপারস্টার ধরাশায়ী করেছেন রাশিয়ান প্রতিপক্ষ দানিল মেদভেদেভকে।

ফাইনালে ১৮ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ক্লে-কোর্টের রাজা নাদাল সহজেই জিতে যান ৬-৩ ও ৬-০ ব্যবধানে। এটি স্প্যানিশ ম্যাটাডোরের পঞ্চম কানাডিয়ান শিরোপা। তবে শিরোপা ছিনিয়ে নিতে তার সময় লেগেছে মাত্র এক ঘন্টা ১০ মিনিট।

দারুণ এ জয়ে নিশ্চিত হয়েছে নাদালের ৩৫তম মাস্টার্স ১০০০ শিরোপা। এবারই প্রথম ক্লে-কোর্টের বাইরে কোনো আসরের ট্রফি ধরে রাখলেন নাদাল। তবে মন্ট্রিলে ট্রফি জিতেই সিনসিনাটি ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করেন সাবেক এ নাম্বার ওয়ান।

৩৩ বছরের নাদাল বলেন, ‘নিরেট একটি ম্যাচ খেললাম। সন্দেহ নেই এটা আমার সপ্তাহের সেরা ম্যাচ। শিরোপা জয়ের উপলক্ষ্যটা দারুণ উপভোগ করেছেন নাদাল, ‘হার্ড কোর্টে ফেরা আর শিরোপা জেতাটা অনেক গুরুত্বপূর্ণ। চুটিয়ে উপভোগ করেছি এটা।’

উদ্বোধনী গেমে একটি ব্রেক পয়েন্ট হাত ছাড়া করেন অষ্টম বাছাই মেদভেদেভ। সুযোগ মিস করার মাশুলও গুনতে হয়েছে তাকে। সার্ভে মেদভেদেভের হারে নাদাল এগিয়ে যান ৩-১ ব্যবধানে।প্রথম সেটের বাকি অংশটুকু টিকে ছিল সার্ভের ওপরই। ওয়ার্ল্ড নাম্বার টু নাদাল ফের একটি ব্রেক পয়েন্ট বাঁচান।

ফাইনালে উঠার পথে শীর্ষ দশের দুজন খেলোয়াড়কে হারানো মেদভেদেভ দ্বিতীয় সেটে নিজের পথ হারিয়ে ফেলেন। করে বসেন চারটি ডাবল ফল্ট। তার ব্যাক হ্যান্ড দূরবর্তী শট নাদালকে উপহার দেয় প্রথম ম্যাচ পয়েন্ট। ওয়ার্ল্ড নাম্বার নাইন মেদভেদেভ পুরো ম্যাচে আনফোর্সড এরর করেন অন্তত ২২বার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়