শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১১ আগস্ট, ২০১৯, ০১:২১ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০১৯, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাঁধের ইনজুরিতে দুই মাস মাঠে নামতে পারবেন না আদিল রশিদ

স্পোর্টস ডেস্ক : চলছে অ্যাশেজ টেস্ট। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সম্মানের লড়াই। সেই লড়াইয়ে যেনো খেই হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ইংলিশ দলের একের পর এক ক্রিকেটার পড়ছেন চোট, আর যাচ্ছেন ছিটকে। অ্যান্ডারসন, মঈন আলীর পর কপাল পুড়লো আদিল রশিদের। জাতীয় দলের এ তারকা লেগ স্পিনারকে কাঁধের ইনজুরির কারণে আগামী দুই মাস মাঠের বাইরে থাকতে হবে।

গত মঙ্গলবার আদিল রশিদের স্ক্যান করানোর পর তাকে দুই মাসের বিশ্রামের পরামর্শ দেয়া হয়। চোটের কারণে ইংল্যান্ড জাতীয় দল ও ইয়র্কশায়ারের এই তারকা লেগ স্পিনার চলতি মৌসুমে ঘরোয়া লিগে আর খেলতে পারবেন না।

কাঁধের চোট নিয়ে আদিল রশিদ বলেন, ‘আমি গত ৯ বছর ধরে পেশাদার ক্রিকেট খেলেছি। এই প্রথম আমার কাঁধে আঘাত লেগেছে। আমার বিশ্বাস শীতকালের আগেই নিজেকে পুরোপুরি ফিট করতে পারব। পুরোপুর ফিট হয়ে খেলায় ফিরতে আমার আরও দুই মাস সময় লাগবে।

তিনি আরও বলেন, আমার লক্ষ্য ছিল বিশ্বকাপের পর সুস্থ থাকা এবং ইয়র্কশায়ারের হয়ে খেলা। আমি ইয়র্কশায়ারের হয়ে খেলতে পছন্দ করি, কিন্তু সেটা হয়নি। বিশ্বকাপে কাঁধের চোট থেকে বাঁচার জন্য আমি ইনজেকশন নিয়ে খেলেছিলাম।

৩১ বছর বয়সী এ লেগ স্পিনার আরও বলেন, ইনজেকশন নিয়ে পুরো বিশ্বকাপে খেলার পর আমার আরও মারাত্মক আকার ধারণ করে, আর এরই ধারাবাহিকতায় এবার থাকতে হচ্ছে মাঠের বাইরে। সম্পাদনা : আক্তারুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়