শিরোনাম
◈ ফজলুর রহমানের পদ স্থগিত নিয়ে যা বললেন গয়েশ্বর ◈ মহাখালীতে সড়ক অবরোধ পরিবহন শ্রমিকদের, তীব্র যানজট ◈ রাজবাড়ীতে মাজারে তাণ্ডব, যা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ নেতাদের বেশি তেল মাইরেন না, জনগণের আশা পূরণে কাজ করুন: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ থাইল্যান্ডে শ্রম সংকট: বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সম্ভাবনা ◈ বাড়িতে হা-মলা, যা বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী (ভিডিও) ◈ রিসোর্ট থেকে গ্রেপ্তার সাবেক অতিরিক্তি আইজিপি শামসুদ্দোহা ◈ প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, অক্টোবরে দেশের ১৫০ উপজেলা স্কুলে চালু হচ্ছে মিড ডে মিল: গণশিক্ষা উপদেষ্টা ◈ ফরিদপুরে পাগলা ঘোড়ার কামড়ে আহত ২০ ◈ ইসরাইলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে ৪৪ দেশের ১০০ জাহাজ, কী ঘটতে যাচ্ছে? (ভিডিও)

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০১৯, ০৭:১৪ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০১৯, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উইলিয়ামসনের জন্মদিনে লঙ্কান দর্শকদের দারুণ আয়োজন

আক্তারুজ্জামান : ক্রিকেটের নিপাট ভদ্রলোক হিসেবে নিজের একটি পরচিয় দাঁড় করিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। আচরণ দিয়েই বিশ্বক্রিকেটের ভক্তদের কাছ থেকে আলাদাভাবে ভালোবাসা পেয়ে থাকেন। ভক্তদের ডাকে বারবার সাড়াও দিয়েছেন ‘দ্য স্টিডি শিপ’ খ্যাত কেন। গতকাল ছিলো তার ২৯তম জন্মদিন। পেশাদারির খাতিরে দল নিয়ে উইলিয়ামসন এখন শ্রীলঙ্কায়। যে কারনে পরিবার কিংবা বন্ধু-বান্ধব নিয়ে জন্মদিন উদযাপন করা হয়নি তার। কিন্তু ওই যে ভক্তদের কাছ থেকে আলাদাভাবে ভালোবাসা পেয়ে থাকেন তিনি। এটার নজির দেখা গেলো সুদূর লঙ্কা মুলুকেও। তার জন্মদিন নিয়ে শ্রীলঙ্কার সমর্থকেরা যা করেছেন, তাতে আপনজন না থাকার অভাব একটুও দেখেননি উইলিয়ামসন।

দুই টেস্ট আর তিন টি-টুয়েন্টি খেলতে নিউজিল্যান্ড এখন শ্রীলঙ্কায়। সিরিজ শুরু হওয়ার আগে শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্ট একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে গতকাল মাঠে নেমেছিলো উইলিয়ামসনবাহিনী। ম্যাচ চলাকালীন হঠাৎ কিছু সমর্থক কেক নিয়ে আসেন মাঠের পাশে। উইলিয়ামসনের নজর এড়ায়নি বিষয়টি। পানি পানের বিরতির সময় উইলিয়ামসন নিজেই সমর্থকদের কাছে চলে যান। অবতারণা হয় অসাধারণ এক দৃশ্যের। আর এ দৃশ্য ধরা পড়ে এএফপির ক্যামেরায়।

সমর্থকদের নিয়ে আসা কেক নিজে খেয়েছেন, দুই-একজনকে নিজে খাইয়েও দিয়েছেন। ভক্তদের সেলফি তোলার আবদার মেটানো তো ছিলই। কিছুক্ষণ পর আবারও দৌড়ে গিয়ে নিজের ফিল্ডিং পজিশনে দাঁড়িয়েছেন। তবে এ কয়েক সেকেন্ডে উইলিয়ামসন যা করলেন, তাতেই মন জিতে নিয়েছেন বিশ্বব্যাপী ভক্ত-সমর্থকদের। সামাজিক যোগাযোগমাধ্যমে এর মধ্যেই প্রশংসায় ভাসছেন উইলিয়ামসন।

উইলিয়ামসনের জন্মদিন পালনের ছবি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও শেয়ার করেছে। টুইটে তারা লিখেছে, ‘কী অসাধারণভাবেই না নিজের জন্মদিন উদযাপন করলেন উইলিয়ামসন! প্রস্তুতি ম্যাচ খেলতে খেলতে শ্রীলঙ্কান ভক্তদের সঙ্গে ২৯তম জন্মদিনে মাঠেই কেক কাটলেন!’

  • সর্বশেষ
  • জনপ্রিয়