শিরোনাম
◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ গোপনে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত, জাহাজ আটকে দিয়েছে স্পেন ◈ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন: ৬১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, কোটিপতি ১১৬ জন: টিআইবি ◈ ৩ বাসে ভাঙচুর, ট্রাফিক বক্সে আগুন, গুলিবিদ্ধ ১ ◈ ঢাকা মহানগরীতে ব্যাটারি-মোটরচালিত রিকশা চললেই ব্যবস্থা: বিআরটিএ ◈ বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ কেএনএফের ৩ সদস্য নিহত ◈ সৌদি বাদশাহ সালমান অসুস্থ, নেওয়া হয়েছে ক্লিনিকে ◈ সাঁতারের পোশাকে প্রথম ফ্যাশন শো সৌদিতে ◈ তৃতীয় দেশ দু-একশ জনকে আশ্রয় দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়তে উৎসাহিত করছে: পররাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০১৯, ০৩:৫৬ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০১৯, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে মশা, দিনে মাছি; এই নিয়েই ঢাকা আছি!

আলাউদ্দিন আল আজাদ : বাংলাদেশ নামক দেশটির রাজধানী শহর ঢাকা। এই ঢাকা শহরকে এখন নরকের সাথে তুলনা করলেও মনে হয় কম বলা হবে। যারা বাংলাদেশের বাইরে কোন দেশে যাননি তারা কল্পনাও করতে পারবেন না ঢাকা শহরটি কেমন। এখানে বসবাস যে কতোটা কষ্টের তা প্রতিনিয়ত এবং প্রতি মুহ্তূ আমরা উপলদ্ধি করছি। একটি রাজধানী শহরের রাস্তার ৯০ শতাংশ দখল করে রাখে রিকশা, ফুটপাথের প্রায় শতভাগ দখল করে রাখে হকার, ফুটপাথ দিয়ে হাটতে গেলে মিনিটে ১০ জনের সাথে ধাক্কা লাগে, গু, মুত, কাদা, পানি মাড়িয়ে পথ চলতে হয়। ময়লার গন্ধে নাক-মুখে রুমাল চাপা দিয়ে রাখতে হয়, গাড়ি নিয়ে রিকশার পেছনে পেছনে যেতে হয়, ১ ঘণ্টার বৃষ্টিতে নদীর মতো ঢেউ উঠে রাজপথে এমন একটি রাজধানী শহর পৃথিবীর কোথাও দেখাতে পারবে কেউ? ঢাকার রাস্তায় বের হলে মনে হয় এটা একটা পাগলা গারদ, যে যেভাবে পারছে দিকবিদিক ছুটছে।

শৃঙ্খলা নেই, আইন মানার বালাই নেই। যে দিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ ব্যাঙাচির মতো কিলবিল করছে। ধারণ ক্ষমতার ১০ গুণ লোক ঢাকা শহরকে নরক গুলজারে পরিণত করেছে। কমপক্ষে ১০ দশ লাখ হকার এবং ১০ লাখ রিকশাওয়ালা ঢাকা নগরীকে নরকে পরিণত করার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছে। ২/৪টা পার্ক ব্যতীত কোথাও মাটি নেই, পুরো শহরটাই বিল্ডিং এবং পাকা রাস্তা; তাই কোনো গাছপালাও নেই। ৫ মিনিটের রাস্তা ২ ঘণ্টায় অতিক্রম করতে হয়।  আমি পৃথিবীর বহু দেশ ঘুরেছি, এমন বসবাস অযোগ্য শহর বিশ্বের কোথাও দেখিনি। বাংলাদেশের চেয়ে গরিব যেসব দেশ, যেমন নেপাল, ভুটান, উগান্ডা, সোমালিয়া,ইথিওপিয়া তাদের রাজধানী শহরও ঢাকার চেয়ে অনেক পরিকল্পিত, পরিচ্ছন্ন, জন ও যানজটমুক্ত।

সম্প্রতি আমি ইথিওপিয়া সফর করেছি, রাজধানী আদ্দিস আবাবায় কোনো হকার, রিকশা, স্কুটার নেই। রিকশা তো দূরের কথা, তিন চাকার স্কুটারও রাজধানীতে ঢুকতে পারে না। আমরা কথায় কথায় বলি, রিকশা আর হকার উঠিয়ে দিলে এরা খাবে কী? তো ইথিওপিয়া বাংলাদেশের চেয়ে গরিব, সেখানকার হকার তো এবাবে রাস্তা দখল করে না, রিকশা নামায় না। ফুটপাথে আর রাস্তা কি হকার আর রিকশার জন্য জন্য তৈরি করা হয়েছে? এক জাপানি পর্যটকের একটি উক্তি দিয়ে লেখা শেষ করতে চাই। এক জাপানি নাস্তিক পর্যটক একবার ঢাকা শহরে এসে কিছুদিন অবস্থান করার পর সাংবাদিকরা প্রশ্ন করলেন, ঢাকা আপনার কেমন লেগেছে? তিনি উত্তর দিলেন, আমি এতোদিন নাস্তিক ছিলাম, এখানে এসে আস্তিক হয়ে গেলাম। সাংবাদিকরা বললেন, কেন জনাব? তিনি বললেন, ইশ্বর একজন না থাকলে এই শহরটা চলছে কেমনে? এই দম বন্ধ করা নরক যন্ত্রণা থেকে আমরা মুক্তি চাই। এখানে উন্নত দেশ কানাডার রাজধানীর পাশাপাশি মরক্কো এবং ইথিওপিয়ার মত গরীব দেশের রাজধানীর দিনের বেলার ব্যস্ততম সময়ের রাস্তার ছবি দেওয়া হলো। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়