শিরোনাম
◈ ভারতের সঙ্গে ২১০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি বাতিল করলো বাংলাদেশ ◈ লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি: নারীসহ আহত ৯, রেহাই পায়নি মরদেহেও (ভিডিও) ◈ দেশের ১৮ কোটির ইউনূস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারুক (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ শুধু ইলেকশন দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিইনি: উপদেষ্টা রিজওয়ানা (ভিডিও) ◈ বিশ্বকাপে দেখা যাবে না ভারত–পাকিস্তান ম্যাচ!‌ বড় সিদ্ধান্ত নিতে যা‌চ্ছে আইসিসি ◈ কোরবানি বন্ধের নির্দেশনায় বিতর্ক: শাবাব বিন আহমেদের কলকাতায় নিয়োগ বাতিল, দেশে প্রত্যাবর্তনের নির্দেশ ◈ ভুয়া প্রেস বিজ্ঞপ্তি: গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর ◈ নতুন পাসপোর্ট করতে মানতে হবে যেসব নিয়ম (ভিডিও) ◈ জেলেনেস্কির পর এবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে হোয়াইট হাউজে নাজেহাল করলেন ট্রাম্প! (ভিডিও)

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৯, ১১:০৫ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০১৯, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনালে উঠতে পারলো না বিসিবি একাদশ

নিজস্ব প্রতিবেদক : ভারতের ড. থিম্মাপ্পাইয়া মেমোরিয়াল টুর্নামেন্ট নিয়েছিলো বিসিবি একাদশ। মুমিনুল হকের নেতৃত্বে সেমিফাইনাল পর্যন্ত উঠেছিলো। ফাইনালে ওঠার লড়াইয়ে ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘকে পায় বিসিবি একাদশ। কিন্তু তাদেরকে হারিয়ে ফাইনালের টিকিট কাটতে পারেনি মুমিনুলরা। ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায় তারা।

ছত্তিশগড়কে ২২৮ রানের লক্ষ্য দেয় মুমিমুলরা। চারদিনের এই ম্যাচের শেষ দিন দুই সেশন ব্যাটিং করেই লক্ষ্য তাড়া করে ফেলে ছত্তিশগড়। বিসিবি একাদশের বোলারদের কোনো সুযোগই দেননি ছত্তিশগড়ের ব্যাটসম্যানরা।

দুই ওপেনার ঋষভ তিওয়ারি এবং জীবনজিত সিংয়ের ৯৬ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় ছত্তিশগড়। মুমিনুল হক বোলিংয়ে এসে এই জুটি ভাঙেন। ৩৯ রান করা ঋষভকে ফেরান তিনি। এরপর নাজমুল হোসেন শান্ত ফেরান হাফ সেঞ্চুরি করা জীবনজিতকে।

তিনে নামা আভনিশকে ১৯ রানে ফেরান এবাদত হোসেন। সে সময় তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে থাকলেও পরবর্তীতে দলকে সহজ জয় এনে দেন চারে নামা আমানদ্বীপ। তিনি খেলেন ৮৬ রানের অপরাজিত ইনিংস। তার সঙ্গে শশাঙ্ক ২৫ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন।

এর আগে প্রথম ইনিংসে লিড পাওয়া বিসিবি একাদশ দ্বিতীয় ইনিংসে এসে নিদারুণ ব্যর্থতার পরিচয় দেয়। মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় মুমিনুল হকদের ইনিংস।

প্রথম ইনিংসে বিসিবি একাদশ করে ৩৩৪ রান। ছত্তিশগড় নিজেদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৭৫ রান। ব্যাটসম্যানদের ধারাবাহিকতায় দ্বিতীয় ইনিংসে জয় পায় দলটি। আর তাতে স্বপ্ন শেষ হয়ে যায় টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা বিসিবি একাদশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়