শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশের শ্রমিকের মৃত্যুর পর বিস্ময়কর দাবি ◈ আওয়ামী লীগের 'কর্মকাণ্ড', ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি ◈ দুদকের তলবে সাড়া দেননি টিউলিপ সিদ্দিক ◈ ম‌হেদী মিরাজ আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার ◈ এবার ব্যারিকেড ভেঙে শাহবাগের নিয়ন্ত্রণ নিলেন আন্দোলনরত নার্সিং শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বাণিজ্যযুদ্ধে ‘বিজয়ের আনন্দ’ চীনে: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ◈ ডলারের দর বাজারভিত্তিক করার ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের ◈ রোনাল‌দো‌ পু‌ত্রের দেশের জার্সিতে অভিষেক, জাপানকে ৪-১ হারালো পর্তুগাল ◈ জয়পুরের স্টেডিয়ামে আবার বোমা মারার হুমকি, আইপিএল শুরুর আগে চিন্তায় বিসিসিআই ◈ শুঁটকি মাছের নমুনায় মিলেছে ক্যানসার সৃষ্টিকারী উপাদান: গবেষণা

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৯, ০৯:১৭ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০১৯, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে মাহমুদউল্লাকে বাদ দিতে বলেছিলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সাইল্যান্ট কিলার বলা হয় মাহমুদউল্লাহ রিয়াদকে। খাদের কিনারা থেকে অনেক ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে জয় এনে দিয়েছেন তিনি। বিশ্বকাপের মতো আসরে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি হাকিয়েছেনও তিনি। বর্তমানে সেই মাহমুদউল্লাহকে খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। সিনিয়র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ব্যর্থ ছিলেন তিনি। চলতি শ্রীলঙ্কা সফরেও একই ফলাফল। দলের যখন পারফরমেন্স দরকার তখন কথাই বলছে না তার ব্যাট। বিশ্বকাপে তার এমন পারফরমেন্সের কারণে পরবর্তি ম্যাচগুলোতে তাকে বাদ দেয়ার পরামর্শ দিয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ড্রেসিং রুমের এক বিশ্বস্ত সূত্র থেকে এমন কথা জানা গেছে।

বিশ্বকাপে বাংলাদেশকে ইংল্যান্ড ৩৮৭ পাহাড়সম রানের লক্ষ্য দিয়েছিলো। শেষ ২০ ওভারে ২১৭ রানের প্রয়োজন ছিলো। তখন ব্যাটিংয়ে ছিলেন দলের নির্ভরযোগ্য ব্যটসম্যান মাহমুদউল্লাহ। কিন্তু এদিন তার ব্যাটিংয়ে জয়ের কোনো তাড়া দেখা যায়নি। ৪১ বলে ২৮ রান করে ফিরে গেছেন তিনি। দলের গুরুত্বপূর্ণ সময়ে মাহমুদউল্লাহর এমন ব্যাটিংয়ে ক্ষিপ্ত হয়েছিলেন সাকিব। তাই টিম মিটিংয়ে মাহমুদউল্লাহকে বাদ দেয়ার কথা বলেন দলের সহঅধিনায়ক। সে সূত্রের মতে, ‘সাকিবের মতে, মাহমুদউল্লাহ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জেতার কোনো অভিপ্রায় দেখায়নি।’

তিনি বলেন, ‘৪১ বলে মাত্র ২৮ রানের ইনিংস খেলেছে সে, যেখানে বাংলাদেশের ২০ ওভারে প্রয়োজন ছিলো ১৯০ রানের মতো (২১৭ রান)। সেই সময় ড্রেসিং রুমের সবাই বিশ্বাস করেছিলো এই রান তাড়া করা সম্ভব। কিন্তু মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের ধরন জেতার জন্য ছিলো না, এটা মেনে নিতে পারেনি সাকিব।’
সম্পাদনা : রেজাউল আহসান/এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়