শিরোনাম
◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ◈ দেশের জিডিপির পূর্বাভাস কমালো জাতিসংঘ, চিন্তা মূল্যস্ফীতি নিয়ে ◈ আমি ইন্ডিয়া জোটেই আছি: মমতা 

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৯, ০৬:১০ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০১৯, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিপক্ষেই শেষ ম্যাচ খেলবেন মালিঙ্গা!

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ দলের বিপক্ষে সিরিজের প্রথম খেলায় অংশ নিয়েই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন লাসিথ মালিঙ্গা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলংকা অধিনায়ক দিমুথ করুনারত্নে। যুগান্তর

২০০৪ সালে ১লা জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় মালিঙ্গার। ওই মাসেই আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার। শ্রীলংকার হয়ে ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও শ্রীলংকার সেরা বোলার ছিলেন মালিঙ্গা। ম্যাচের যে কোনো পর্যায়ে এখনও দলকে উইকেট এনে দেয়ার সামর্থ্য আছে ৩৫ বছর বয়সী এই পেসারের।

 

মালিঙ্গার বিদায় নিয়ে লংকান অধিনায়ক করুনারত্নে জানান, সামনের মাসগুলোতে আমাদের সবচেয়ে বড় সমস্যা হবে উইকেট এনে দেয়া বোলার চিহ্নিত করা। আমাদের এমন বোলার খুঁজে বের করতে হবে যারা শুরুতে উইকেট নিতে পারে, মাঝের ওভারগুলোতেও উইকেট নিতে পারে। আমরা জানি, এই সিরিজের পর থেকে আর লাসিথ মালিঙ্গাকে পাওয়া যাবে না। লাসিথ শুধু প্রথম ম্যাচটিই খেলবে। এরপর অবসর নেবে। আমাকে সে এটাই বলেছে।

বিশ্বকাপে সাত ম্যাচে ২৮.৬৯ গড়ে ১৩ উইকেট নিয়েছিলেন মালিঙ্গা। দলের অন্য যে কোনো বোলারের চেয়ে সংখ্যাটা দ্বিগুণ।

আগামী শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। তবে ওয়ানডে ছাড়লেও শ্রীলংকার হয়ে টি-টোয়েন্টি খেলে যাবেন মালিঙ্গা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়