শিরোনাম
◈ রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি ◈ রাইসির হেলিকপ্টারের অবস্থান শনাক্ত, উদ্ধারে সহযোগিতা করবে বিভিন্ন দেশ ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম, ভ‌রি এক লাখ ১৯ হাজার ৫শ টাকা ◈ রাইসির মৃত্যু হলে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট, ৫০ দিনের মধ্যে নির্বাচন ◈ পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: আইজিপি ◈ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার  ◈ বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি: মির্জা ফখরুল ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ আত্মহত্যা করা জবির সেই অবন্তিকা সিজিপিএ ৩.৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় ◈ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ এমপি, খুঁজে পেতে ডিবিতে মেয়ে

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯, ০৭:১০ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০১৯, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এয়ারক্রাফট বসিয়ে রেখে মাসে সাড়ে ৫কোটি টাকা ভাড়া দিচ্ছে বিমান

মাজহারুল ইসলাম : রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে একটি এয়ারক্রাফট বসিয়ে রেখে মাসে সাড়ে ৫ কোটি টাকা ভাড়া দেয়ার বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।মানবজমিন

জানা গেছে, ফ্লাইট চলাচলে গতি আনতে ২০১৪ সালের মার্চ মাসে ড্রাই লিজে মিশরের ইজিপ্ট থেকে বোয়িং ৭৭৭-২০০ ইআর মডেলের দুটি এয়ারক্রাফট ভাড়ায় আনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চুক্তি অনুযায়ী চলুক বা না চলুক মিশরে ওই প্রতিষ্ঠানকে প্রতিটি বিমানের ভাড়া বাবদ প্রতি মাসে সাড়ে ৫ কোটি টাকা দেয়ার কথা ছিলো। ইজিপ্ট এয়ারক্রাফট থেকে ভাড়া করা দুটি বিমানের একটি ইতোমধ্যে ফেরত দেয়া হয়। অপরটিও ফেরত দেয়ার প্রক্রিয়াধীন আছে। ত্রুটিপূর্ণ বিমান ভাড়া করার ক্ষেত্রে যে অসম চুক্তি করা হয় তা খতিয়ে দেখতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়। পাশাপাশি ওই চুক্তির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে। বৈঠকে বলা হয়, এখন থেকে বিমানের কোনো চুক্তি বা ক্রয় সংক্রাংন্ত বিষয় সংসদীয় কমিটিকে অবহিত করতে হবে।

সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে ওই বৈঠকে সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মো. আসলামুল হক, তানভীর ইমাম, আনোয়ার হোসেন খান ও সৈয়দা রুবিনা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির সাংবাদিকদের বলেন, একটি সাব কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এয়ারক্রাফট ভাড়ার বিষয়টি বলা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়