শিরোনাম
◈ নির্বাচনকে সামনে রেখে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ১১:১২ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিরাতে বাস দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে বাস দুর্ঘটনায় অন্তত ২ জন এশীয় শ্রমিক নিহত ও আরও ৩১ জন আহত হয়েছেন।

তবে হতাহতরা কোন দেশে নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যুগান্তর

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে দেশটির রাস আল খাইমাহর শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কে বাস দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

রাস আল খাইমাহ (রাক) পুলিশের সেন্ট্রাল অপারেশন রুমের মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ সায়িদ আল হুমাইদ বলেন, রাস্তায় গাড়ি ওভারটেকিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটেছে।

তিনি বলেন, রাক পুলিশ দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনার খবর পায়। পরে ঘটনাস্থলে ট্রাফিক টহল, অ্যাম্বুলেন্স, প্যারামেডিকস ও উদ্ধারকারী দলের সদস্যদের পাঠানো হয়।

ব্রিগেডিয়ার মোহাম্মদ সায়িদ আল হুমাইদ বলেন, দুর্ঘটনায় মারাত্মক আহত দুজন এশীয় শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন বয়সী অপর ৩১ এশীয় তাদের শরীরে ছোট বড় আঘাত পেয়েছেন।

এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। অপর ২৩ জন সামান্য জখম হয়েছেন। আহতদের সবাইকে উদ্ধারের পর মেডিকেল সেবা ও চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়