শিরোনাম
◈ কতটুকু সংস্কার ও স্বাধীন হলো বাংলাদেশের বিচারালয়? ◈ জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, বন্যার শঙ্কা – ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে ◈ ভোটাভুটি নয়, সর্বসম্মতিতে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান গঠনের পক্ষে জামায়াত ◈ মেজর জিয়া চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে চুক্তি ও সমঝোতার প্রস্তুতি, বাড়বে বাণিজ্যিক সম্ভাবনা ◈ পাকিস্তানকে ৭ উই‌কে‌টে হা‌রি‌য়ে সিরিজ শুরু বাংলাদেশের ◈ দুদকের নতুন সচিব খালেদ রহীমের যোগদান ◈ চট্টগ্রামে বাসে আগুন দিল দুর্বৃত্তরা ◈ গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে অযত্ন-অবহেলায় স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়েছে চিকিৎসক নেই, সেবা নেই, ভোগান্তি চরমে

প্রকাশিত : ০২ জুলাই, ২০১৯, ০৪:১৩ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০১৯, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিল্প-সাহিত্যে জাতির জনকের চর্চা বাড়াতে হবে, বললেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

ইউসুফ আলী বাচ্চু: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, `পৃথিবীর কোথাও জাতির জনককে নিয়ে কোনো বিতর্ক নেই। আমাদের দেশেও জাতির জনককে নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কোনো বিতর্ক সহ্য করা হবে না। যে জাতির শিল্প-সাহিত্যে জাতির জনকের চর্চা হয় না, জাতির জনককে ফুটিয়ে তোলা হয় না, সে জাতি দুর্ভাগা। শিল্প-সাহিত্যে জাতির জনক বঙ্গবন্ধুর চর্চা বাড়াতে হবে।’

সোমবার বিকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘২৩তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জাতীয় চিত্রশালা গ্যালারিতে শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ আয়োজিত এ প্রদর্শনী মঙ্গলবার শুরু হচ্ছে। আগামী ২১ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে ৩১০ জন শিল্পীর ৩২২টি শিল্পকর্ম স্থান পাচ্ছে।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম প্রদর্শনীর উদ্বোধন করেন।

প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শুধু জাতির জনকই নন, বরং এদেশের এমন কোনো স্থান ও মাধ্যম নেই যেখানে তার পদচারণা ছিল না। যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপ থেকে তিনি বাংলাদেশ পুনর্গঠন করেছেন। তিনি সে সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, টেক্সটাইল কলেজ ইত্যাদি প্রতিষ্ঠা করেছেন। কতো দূরদর্শী ও বিচক্ষণ ছিলেন বলে সে সময় তিনি এতোকিছু গড়ে তুলেছেন এবং পরিকল্পনা করেছেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিল্প-সংস্কৃতি চর্চায় বেশ গুরুত্বারোপ করেছে। এরই অংশ হিসেবে ১৩৭ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ‘জাতীয় চিত্রশালা এবং জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের সম্প্রসারণ ও অসমাপ্ত কাজ সমাপ্তকরণ’ শীর্ষক প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্পের আওতায় জাতীয় চিত্রশালা ভবনের সম্প্রসারণের অংশ হিসেবে বর্তমান ভবনের ওপরে আরো তিনটি তলা নির্মাণ করা হবে, যেখানে আধুনিক বেশ কয়েকটি গ্যালারির পাশাপাশি একটি বড় মিলনায়তন নির্মাণ করা হবে। এ বছরের কোনো এক সময়ে এর নির্মাণ কাজ শুরু করা হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান ইলিয়াস ও বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আশরাফুল আলম পপলু।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়