মো.রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে মোহাম্মদ লাল চান নামে এক বাংলাদেশি যুবক নিখোঁজ রয়েছেন । শনিবার রাতে জেলার জোহরপুর সীমান্ত দিয়ে ভারতে যান তিনি। এরপর আর ফিরে আসতে পারেন নি এবং তার কোন খোঁজও মিলছে না।
নিখোঁজ মোহাম্মদ লাল চান শিবগঞ্জে সাত-রশিয়া ওয়াহেদপুর গ্রামের শাহজাহানের ছেলে। তবে সে নারায়ণপুর ইউনিয়নের কালুপুরের বসবাস করতেন।
স্থানীয়দের কাছ থেকে বাংলাদেশি নিখোঁজের তথ্য জেনেছেন বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
স্থানীয়রা জানান, শনিবার রাতে জোহরপুর সীমান্ত দিয়ে কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান লালচান। অন্যরা ফিরে আসলেও লাল চান ফিরে আসেন নি। সকালে এলাকায় তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে। তবে মৃত্যুর খবর নিশ্চিত করে কেউ বলতে পারেন নি।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, রাতে জোহরপুর বিওপির সীমান্ত পিলার ১৬/৫-এর পাশ দিয়ে ৪ থেকে ৫ জন গরু চোরাকারবারীরা চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতে যান। এ সময় ভারতের ৭১ ব্যাটালিয়ন বিএসএফের সদস্যরা চোরাকারবারীদের ধাওয়া করলে চারজন ফিরে আসলেও লাল চান ফিরে আসেন নি। এ ঘটনা তার পরিবার কোন অভিযোগ করেনি।
তিনি বলেন, সীমান্তে গতরাতে (শনিবার রাতে) কোন গুলির শব্দ শোনে নি বিজিবির টহল দল। কাজেই তার মারা যাওয়ার খবর সঠিক নয় বলেই মনে করছে বিজিবি। অধিনায়ক আরো বলেন, এ বিষয়ে ভারতের ৭১ ব্যাটালিয়ন বিএসএফ এর নুরপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।