শিরোনাম
◈ রাইসির নিখোঁজ নিয়ে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া ◈ দেশের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি ◈ রাইসির মৃত্যু হলে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট, ৫০ দিনের মধ্যে নির্বাচন ◈ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার  ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ এমপি, খুঁজে পেতে ডিবিতে মেয়ে ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন: ৬১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, কোটিপতি ১১৬ জন: টিআইবি

প্রকাশিত : ৩০ জুন, ২০১৯, ০১:২৬ রাত
আপডেট : ৩০ জুন, ২০১৯, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি-জামায়াত ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা করে সস্তা রাজনীতি করছে, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সমীরণ রায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ভারতে সঙ্গে বাংলাদেশের শিকড়ের সম্পর্ক রয়েছে। কিন্তু বিএনপি-জামায়াত ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা করে সস্তা রাজনীতি করছে।

শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে 'গৌরবের অভিযাত্রায় ৭০ বছর: তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ' শীর্ষক সেমিনারে তরুণদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের শরণার্থীদের আশ্রয় দিয়েছে। খাওয়া-দাওয়া থেকে শুরু করে সব রকম সহযোগিতা করেছে। ভারতকে হেয় প্রতিপন্ন করে সস্তা রাজনীতি করতে আওয়ামী লীগ চায় না। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের শরনার্থীদের খাওয়া-দাওয়ার খরচ মেটাতে তৎকালীন ভারত সরকার ভ্যাটের পরিমাণ বাড়িয়ে আমাদের সাহায্য সহযোগিতা অব্যহত রেখেছিলো।

পরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপির কথা সবকিছু আওয়ামী লীগ করবে। আওয়ামী লীগের পথ চলার ৭০ বছরের ৫৬ বছরই ক্ষমতার বাইরে ছিলো। তবুও সবার জনপ্রিয়তায় শেখ হাসিনা সরকার এগিয়ে যাচ্ছে।

পররাষ্ট্র আরও প্রতিমন্ত্রী বলেন, আমরা জানি বঙ্গবন্ধু খুনিদের মধ্যে ৬ জনের রায় কার্যকর করা যায়নি। একজন বিদেশে থেকেই মারা গেছে। আর বাকিদের মধ্যে ২ জনের অবস্থান নিশ্চিত করেছি। এর ৩ জনের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। তবে আমি ব্যক্তিগতভাবে বলেছি, আমি যতটুকু কাজ করি না কেনো বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে এই দুজনকে দেশে ফিরিয়ে এনে বিচার না করতে পারলে নিজেকে ব্যর্থ মনে করবো। তাই আশা করছি তাদেরকে ফিরিয়ে এনে ফাঁসি রায় কার্যকর করা হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার কথা স্বর্ণ অক্ষরে লেখা উচিত। কারণ আওয়ামী লীগ সরকার প্রথম ২০০৮ সালে ক্ষমতায় এসে কৃষিখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছিলো। এখন তার ফল পাচ্ছে দেশের মানুষ। তখন হয়তো অনেকেই ভাবছেন এবং বলছেন এই সময় এতো টাকা প্রয়োজন নেই। আর এখন তারাই স্বাগত জানায়। এটাই শেখ হাসিনার সরকার। এটাই আওয়ামী লীগ সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এইচটি ইমাম, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ্ আলী ফারহাদ।সম্পাদনা: সুতীর্থ বড়াল

  • সর্বশেষ
  • জনপ্রিয়