শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০৯:২০ সকাল
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নষ্ট হচ্ছে ধান কাটার রিপার মেশিন

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা কৃষি বিভাগ টানা একবছর যাবত অযত্নে অবহেলায় খোলা আকাশের নীচে ফেলে রেখে নষ্ট করছে ছয়টি ধান কাটার (রিপার) মেশিন। সরকারি অর্থায়নে কেনা অত্যাধুনিক এসব মেশিন বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করার কথা থাকলেও কৃষি বিভাগ অজানা কারণে তা কৃষকদের মাঝে বিতরণ করছে না।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার নাসিরনগর উপজেলার কৃষি অধিদপ্তরের নামে সরকারিভাবে স্থানীয় কৃষকদের মাঝে বিতরণের জন্য ছয়টি ধান কাটার (রিপার) যন্ত্র বরাদ্দ করা হয়। অদৃশ্য কারণে বরাদ্দকৃত ছয়টি রিপার কৃষকদের মাঝে বিতরণ না করে ফেলে রাখা হয়েছে। মূল্যবান এই যন্ত্রগুলো এক বছর ধরেই খোলা আকাশের নিচে রোদে পুড়ে-বৃষ্টিতে ভিজে, মাটি আর দুর্বাঘাসে চাপা পড়ে নষ্ট হচ্ছে। প্রতিটি মেশিনের মূল্য সোয়া লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

উপজেলা প্রশাসনপাড়ায় ‘একটি বাড়ি একটি খামার` ও ‘মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়’র সামনে খোলা মাঠে নতুন এই ছয়টি রিপার মেশিন পড়ে আছে।

জানতে চাইলে নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুজ্জামান বিষয়বস্তু জেনে এ ব্যাপারে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার উপ-পরিচালক মো. আবু নাসের জানান, ধান কাটার যন্ত্রগুলো সেখানকার কৃষকদের মাঝে বিতরণের জন্য বহু আগেই নির্দেশ দেওয়া হয়েছিল। তবে কেন বিতরণ করা হয়নি, তা আমার জানা নেই। আমি এখনই এ বিষয়ে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়