শিরোনাম
◈ রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি ◈ রাইসির হেলিকপ্টারের অবস্থান শনাক্ত, উদ্ধারে সহযোগিতা করবে বিভিন্ন দেশ ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম, ভ‌রি এক লাখ ১৯ হাজার ৫শ টাকা ◈ রাইসির মৃত্যু হলে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট, ৫০ দিনের মধ্যে নির্বাচন ◈ পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: আইজিপি ◈ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার  ◈ বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি: মির্জা ফখরুল ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ আত্মহত্যা করা জবির সেই অবন্তিকা সিজিপিএ ৩.৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় ◈ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ এমপি, খুঁজে পেতে ডিবিতে মেয়ে

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০৯:১৩ সকাল
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোম্পানির ক্ষেত্রে কর্পোরেট কর হার ২.৫ শতাংশ হ্রাস করাসহ পোশাক ও বস্ত্র খাতে কর্পোরেট কর হার কমানোর দাবি এফবিসিসিআইয়ের

স্বপ্না চক্রবর্তী : উপরোক্ত দাবিগুলোর পাশাপাশি প্রাপ্ত নগদ ভর্তুকির ক্ষেত্রে অগ্রীম কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ বহাল রাখার প্রস্তাব করেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম।

বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত এক বাজেট পরবর্তী এক আলোচনা সভায় তিনি এসব দাবি জানান। শেখ ফজলে ফাহিম এসময় আরএমজিসহ সকল রপ্তানি খাতে একই ধরনের সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানিয়ে বলেন, ব্যবসা কার্যক্রম চালিয়ে নিতে স্টক ডিভিডেন্ড এর উপর প্রস্তাবিত ১৫ শতাংশ কর সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। একই সাথে রিটেইনড আর্নিং ও রিজার্ভের ওপর আরোপিত ১৫শতাংশ করও সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে অগ্রীম আয়কর ২০১২ সাল থেকে মূল্যস্ফিতির হার বিবেচনায় নিয়ে নির্ধারণ করতে হবে। এছাড়া শিল্পের উপর আরোপিত অগ্রীম আয়কর ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করার দাবি জানান তিনি। মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ অগ্রীম আয়কর প্রত্যাহার করতে হবে। সকল রপ্তানি আয়ের উৎসে ন্যূনতম করহার ০.৬ শতাংশ থেকে কমিয়ে ০.২৫ শতাংশ করার দাবি জানান তিনি।

তিনি বলেন, মধ্যম আয়ের দেশ ও উন্নয়নশীল রাষ্ট্রের লক্ষ্যকে বিবেচনায় নিয়ে 'রেভিনিউ রেগুলেটরি ফার্মওয়ার্ক' গঠন করার অনুরোধ করছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়