শিরোনাম
◈ তৃতীয় দেশ দু-একশ জনকে আশ্রয় দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়তে উৎসাহিত করছে: পররাষ্ট্র মন্ত্রী  ◈ ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের ◈ বর্জ্য ব্যবস্থাপনার সামান্য অর্থ বাঁচাতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না: প্রধানমন্ত্রী ◈ পাকিস্তানে বাস দুর্ঘটনায় একই পরিবারের ১৪ সদস্য নিহত ◈ ২১ মে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ◈ ১১ বছর পর পঞ্চমবার এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী ◈ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফের বাস্তুচ্যূত ৯ লাখ ফিলিস্তিনি ◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন ◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩ ◈ সারাদেশে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০৭:১৯ সকাল
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাভাটার বনাম অ্যাভেঞ্জার্স

মুসবা তিন্নি : হঠাৎ ক্যাপ্টেন আমেরিকার পাশ দিয়ে একটি তীর ছুটে গেল। আধা ইঞ্চির জন্য মাথায় লাগেনি। নয়তো আজই প্রাণটা বিসর্জন দিতে হতো ক্যাপ্টেনের। গাছের পেছন থেকে মাথা উঁচু করে সামনের অবস্থা দেখার চেষ্টা করল সে। পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই এলাকা। মাথার ওপর দিয়ে উড়ে বেড়াচ্ছে ড্রাগনের মতো পাখির দল। অদ্ভুত সব প্রাণী দৌড়ে বেড়াচ্ছে তার পাশ দিয়ে।

আসলে যুদ্ধ চলছে না’ভিদের সঙ্গে। ওই যে অ্যাভাটার মুভির নীল রঙের লম্বা লম্বা প্রাণী, যাদের দেখতে অনেকটা মানুষের মতোই লাগে—সেই না’ভিদের সঙ্গে। তারা প্যানডোরা গ্রহে বাস করে, সেখানে আছে অদ্ভুত সব জন্তু আর গাছপালা। এদের সঙ্গেই মারামারি হচ্ছে অ্যাভেঞ্জারদের। তুমুল যুদ্ধ। ডক্টর স্ট্রেঞ্জ, ব্ল্যাক উইডো, হক–আই, হাল্ক থেকে শুরু করে সবাই আছে। অ্যাভাটারের যোদ্ধারা পুরোদমে লড়ে যাচ্ছে। অ্যাভেঞ্জাররাও কম যায় না। তারাও পাল্টা জবাব দিচ্ছে। কিন্তু মনে হচ্ছে অ্যাভেঞ্জারদের শক্তি একটু কমে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যুদ্ধটা কী নিয়ে? অ্যাভেঞ্জার্স বা অ্যাভাটারের না’ভি—দুই দলই তো শান্তিপ্রিয়।

আসলে যুদ্ধ হচ্ছে বক্স অফিসের শীর্ষস্থান দখল নিয়ে। অ্যাভাটার ছবিটি সর্বকালের সর্বোচ্চ আয় করে এক দশক ধরে বসে আছে বক্স অফিসের মাথায়। তারা সেই স্থান ছাড়তে নারাজ। কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সর্বশেষ ছবি অ্যাভেঞ্জার্স: এন্ডগেম সেই স্থান দখল করতে মরিয়া।

২০০৯ সালে মুক্তি পায় অ্যাভাটার। বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনি অ্যাভাটার পরিচালনা করেন জেমস ক্যামেরন। ২ ঘণ্টা ৪০ মিনিটের এই চলচ্চিত্র আয় করে ২ দশমিক ৭৮৮ বিলিয়ন ডলার। মূল চরিত্রগুলোয় অভিনয় করেন স্যাম ওর্থিংটন, জোয়ি সালডানা, স্টিফেন ল্যাং, মিচেলে রড্রিগেজ, জোয়েল ডেভিড মুর ও জিওভান্নি রিবিসি। জিতে নেয় অনেক অ্যাওয়ার্ড আর বক্স অফিসের শীর্ষস্থান।

বলা যায় অ্যাভাটারকে টেক্কা দিতেই নতুন কিছু অপ্রকাশিত দৃশ্যসহ আবার এন্ডগেম মুক্তির পরিকল্পনা করছেন মার্ভেল–কর্তারা। এন্ডগেম ছবির বর্তমান ব্যাপ্তি ১৮২ মিনিটের, যা এবার বেড়ে ১৮৮ মিনিট করা হবে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ ৬ মিনিটের ফুটেজ নতুনভাবে যোগ হবে। এই ৬ মিনিট যোগ করা হবে ছবির শেষ অংশে। যেন মূল গল্পে কোনোরকম পরিবর্তন না হয়। আরও থাকবে কিছু ফেলে দেওয়া (ডিলিটেড) দৃশ্য, একটু অভ্যর্থনা ও কিছু চমক! জানা গেছে, ২৮ জুনই এন্ডগেম ১৮২ থেকে ১৮৬ মিনিটের হতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে সেই বর্ধিত অংশ দেখা যাবে কি না, এ ব্যাপারে কিছু জানা যায়নি এখন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়