এস এম নূর মোহাম্মদ : মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আপিলের যুক্তিতর্ক শুরু হবে আগামী ১ জুলাই। পেপার বুক পড়া শেষে যুক্তিতর্ক শুনানির জন্য বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এদিন ধার্য করেন।
গত ১৮ জুন পেপারবুক পড়ার মধ্য দিয়ে এটিএম আজহারের আপিলের শুনানি শুরু হয়। আদালতে পেপারবুক পড়েন অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন।