শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ জুন, ২০১৯, ০৯:৫৬ সকাল
আপডেট : ২৬ জুন, ২০১৯, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে সেরাদের কাতারে আছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক : চলমান ইংল্যান্ড বিশ্বকাপ আগের আসরগুলো রেকর্ড বুকের পরিসংখ্যান পাল্টে দিচ্ছে। বিশ্বকাপে সাবেক তারকাদের পেছনে ফেলে রেকর্ড বইয়ে স্থান করে নিচ্ছে নতুনরা। দলীয় ও ব্যক্তিগতভাবে বিশ্বকাপের রেকর্ড ভাঙা-গড়ার খেলায়ও পিছিয়ে নেই বাংলাদেশ। সেরাদের তালিকায় জায়গা করে নিচ্ছেন সাকিব-মুশফিকরাও।

সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে আসরের ৩১তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানে জয় পায় বাংলাদেশ। এই ম্যাচে ব্যাট হাতে ৮৩ রান। উইকেটরক্ষক হিসেবে কিপিং গ্লাভস হাতে তিনটি ডিসমিসাল করেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

বিশ্বকাপের নবম আসরে ২০০৭ সালের ১৭ মার্চ অষ্টম এবং বাংলাদেশের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বিশ্বকাপে অভিষেক হয়েছিল মুশফিকের। সেই ম্যাচে ভারতের লিজেন্ড শচিন টেন্ডুলকারকে আবদুর রাজ্জাকের বলে কট বিহাইন্ড করে উইকেটরক্ষক হিসেবে নিজের প্রথম ডিসমিসাল করেন মুশফিক। ব্যাট হাতে সেই ম্যাচে করেন অপরাজিত ৫৬ রান।

চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে বিশ্বকাপে মুশফিকের মোট রান ৮৩৭। বিশ্বকাপে ২৭টি ম্যাচ খেলে তিনি এই রান সংগ্রহ করেন। উইকেটরক্ষক হিসেবে বিশ্বকাপে মুশফিকের ব্যক্তিগত ডিসমিসালের সংখ্যা এখন ২৬টি। আর এই রেকর্ড নিয়ে বিশ্বকাপ ইতিহাসে উইকেটরক্ষক হিসেবে ৩ নাম্বার স্থানে উঠে এলেন, যাদের ব্যাট হাতে আছে ৮০০ এর অধিক রান এবং ২৫টির বেশি ডিসমিসাল। সমসাময়িক উইকেটরক্ষকদের মধ্যে আর কেউ এই রেকর্ডে মুশফিকের চাইতে এগিয়ে নেই।

এই তালিকায় শীর্ষ স্থানে আছেন শ্রীলংকান গ্রেট কুমার সাঙ্গাকারা। মোট ৩৭ ম্যাচ খেলে ব্যাট হাতে ১৫৩২ রান এবং উইকেটকিপিং গ্লাভস হাতে ৫৪টি ডিসমিসাল করেন তিনি। ২য় স্থানে আছেন অস্ট্রেলিয়ান লিজেন্ড অ্যাডাম গিলক্রিস্ট। ৩১ ম্যাচ খেলে ১০৮৫ রান সংগ্রহ করেন এবং উইকেটকিপিং গ্লাভস হাতে মোট ৫২টি ডিসমিসালের কৃতিত্ব গড়েন তিনি।

এই ম্যাচে মুশফিক ভাঙেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের ব্যাট হাতে ৮১৫ রান এবং কিপিং গ্লাভস হাতে ১৪টি ডিসমিসালের রেকর্ড। এই রেকর্ড গড়ার পথে মুশফিক পেছনে ফেলে এসেছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকাললাম (৭৪২ রান ও ৩২ ডিসমিসাল), ইংল্যান্ডের এলেক্স স্টুয়ার্ট (৬০৬ রান ও ২৩ ডিসমিসাল) সহ বিশ্বকাপে খেলা বাকি উইকেটরক্ষক-ব্যাটসম্যানদের।

ভারতের রাহুল দ্রাবিড় বিশ্বকাপে ২২ ম্যাচে ব্যাটসম্যান হিসেবে ৮৬০ রান সংগ্রহ করলেও উইকেটরক্ষক হিসেবে ডিসমিসাল সংখ্যা ছিল ১৬টি।

সমসাময়িক উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে ভারতের মহেন্দ্র সিং ধোনি কিপিং গ্লাভস হাতে ৩৫টি ডিসমিসালের রেকর্ড গড়লেও ২৪ ম্যাচে ধোনির ব্যাট হাতে সংগ্রহ ৫৯৭ রান। এছাড়াও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ১৫ ম্যাচ খেলে ব্যাট হাতে ৩৮৩ রান এবং কিপিং গ্লাভস হাতে ১৮টি ডিসমিসালের রেকর্ড আছে। ইংল্যান্ডের জস বাটলার ১২ ম্যাচে করেছেন ৩৩৮ রান এবং কিপিং গ্লাভস হাতে ১৩টি ডিসমিসাল করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়