তানজিনা তানিন : ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবারের নিষেধাজ্ঞা শুধু ইরানের ওপরই নয়, দেশটির শীর্ষ নেতা আলী খামেনির কার্যালয়ের ওপরও আরোপ করছেন তিনি। বিবিসি
অনেক দিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কে ভাটা চলছে। বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে, হুঁশিয়ার করছে একে অপরকে। কথায় কথায় জুড়ে দিচ্ছে নানা শর্ত। দুই দেশের মধ্যে উত্তেজনা ও বৈরী সম্পর্ক ক্রমশ বাড়ছে।
ট্রাম্প বলেন, মার্কিন ড্রোন ধ্বংসসহ ইরানের অন্যান্য কার্যকলাপের ওপর ভিত্তি করে এই অতিরিক্ত নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনিকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ, সবকিছুর জন্যে তিনিই দায়ী। প্রতিকূল শাসন ব্যবস্থা ও সুষ্ঠু পরিচালনার অভাবে দেশটি প্রতিনিয়ত নিয়ম বহির্ভূত কাজ করে যাচ্ছে।
টিটি/এসবি