শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৪ জুন, ২০১৯, ০৫:০৯ সকাল
আপডেট : ২৪ জুন, ২০১৯, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে নিয়েই ডুবতে চায় আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপে বাংলাদেশ দলের অসাধারণ পারফর্মেন্সের দরুণ সেমিফাইনালে যাওয়ার আশা এখনও টিকে আছে। অপরদিকে ডুবতে থাকা দল আফগানিস্তানের বিশ্বকাপের স্বপ্ন শেষই বলা যায়। আজ (সোমবার) আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে আফগান অধিনায়ক গুলবাদিন নাইব জানান বাংলাদেশকে নিয়েই বিশ্বকাপকে বিদায় জানাবেন তারা!

পূর্বের রেকর্ড বলে নিজেদের দাম্ভিকতা দেখিয়া এশিয়ার এই দলটি বড় বড় দলকে হটানোর বেঁফাস মন্তব্য করে আসছে। যে আফগানিস্তান এবারের বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে একটি ম্যাচেও জিততে পারেনি। বাংলাদেশের জন্য এই ম্যাচটি আগের ৬টি ম্যাচের চেয়ে সহজ- পরিসংখ্যান কিংবা শক্তিমত্তা বিচারে।

তবে আফগান অধিনায়ন গুলবাদিন বাংলাদেশকে যে হুমকি দিয়েছেন, তাতে উঠেছে অখেলোয়াড়সুলভ আচরণের প্রশ্ন।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাসিমুখে গুলবাদিন বলেন, ‘আমরা তো ডুবে গেছি। কিন্তু আমরা তাদেরকে (বাংলাদেশ) আমাদের সঙ্গে নিয়ে ডুবব।’

আফগানিস্তান এই সাহস পাচ্ছে মূলত আগের ম্যাচে ভারতের উপর দারুণ চাপ সৃষ্টি করার দরুন। বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপের বিপক্ষে আফগানিস্তানের বোলিং পারফরম্যান্স ছিল সমীহ জাগানিয়া। যদিও অভিজ্ঞতার অভাবে দলটি সহজ লক্ষ্যে খেলতে নেমেও জয় তুলে নিতে পারেনি।

বাংলাদেশের বিপক্ষে অতীতে সাফল্য পাওয়ায় মাশরাফি বিন মুর্তজার দলকে যেন খুব বড় প্রতিপক্ষ হিসেবে নিতে নারাজ দলটি। নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে আসা আফগানিস্তানের জয় এখনো রয়ে অধরা, একইসাথে নিশ্চিত হয়েছে সেমির আগে বিদায়। তবে আফগানিস্তানকে হারাতে পারলে বাংলাদেশের সেমির সমীকরণের ‘কাঠিন্য’ এখনকার চেয়ে কিছুটা কমবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়