শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৩ জুন, ২০১৯, ১১:৩০ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০১৯, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৯-২০ অর্থবছরে শিক্ষাখাতে বরাদ্দ ৮৭ হাজার ৬২০ কোটি টাকা

তাপসী রাবেয়া : শিক্ষা খাতে বাজেট তুলে ধরে শিক্ষা অংশে শুরুতেই সুসংবাদ হিসেবে এমপিওভূক্তির বিষয়টি তুলে ধরা হয়েছে। দীর্ঘ ৯ বছর এমপিওভূক্তি বন্ধ থাকার পর শিক্ষা মন্ত্রণালয়ের দাবীর প্রেক্ষিতে , প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এই বাজেটে প্রয়োজনীয় অর্থেও যোগান রাখার কথা ঘোষণা করা হয়েছে। শিক্ষাকে ব্যবস্থ্যাকে ঢেলে সাজাতে শিক্ষার সকল স্তরের জন্য উপযুক্ত শিক্ষক বাচইকরণ, তাদের প্রশিক্ষণ, সময়োপযোগী শিক্ষার বিষয়বস্তু নির্ধারণ এবছর থেকেই করা হবে বলে বাজেট ঘোষণায় বরাদ্দের কথা বলা হয়েছে।

ক্লাসরুমে ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি, রোবোটিক্স, অটিফিশিয়াল ইনটেলিজেন্স, ম্যাটেরিয়াল সাইন, ইন্টারনেট অব থিংস, কোয়ান্টাম কম্পিউটিং, বøকচেইন টেকনোলজি শেখানো ব্যবস্থা রাখা হবে। সংখ্যা নয়, মানসম্পন্ন প্রাথমিক শিক্ষাই আগামী দিনের অগ্রাধিকার দেয়ার কথাও বলা হয়েছে বাজেটে। অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী বলেন, মানসম্মত ও সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য বহুমুখী উদ্যেঅগের মথ্যে ২৬১৯৩টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, উপানুষ্ঠানিক শিক্ষা আইন প্রণয়ন, মোবাইর ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তি প্রদান, নতুন জাতীয়করণকৃত ও বিদ্যমান প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয় করা, বিনামূলে পাঠ্যপুস্তক বিতরণ, বিদ্যালয়ে কম্পিউটার ও মাল্টিমিডিয়া সরবরাহ করা হবে। রাখা হবে স্কুর ফিডিং কার্যক্রম। শুরু করা হবে ডিজিটাল প্রাথমিক শিক্ষা শীর্ষক পাইলক প্রকল্প। এই প্রকল্পের আওতায় ৫০৩টি মডেল প্রাথমিক বিদ্যালযে ইন্টারঅ্যাকটি ক্লাসরুম তৈরী করা হবে। বিদ্যালয়গুলোতে বিনামূলে শিক্ষা উপক্রম বিতরণের উপর জোর দেয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দের কথা বল হয়েছে এই বাজেটে। মাধ্যমিক বিদ্যালয়ে ২.৬৭ লক্ষ শিক্ষককে বিগত দুই অর্থবছরের প্রশিক্ষণ প্রদান করা এবং এবছরর মাধ্যমিক বিদ্যালয়ে ১.০৩ লক্ষ এবং আইসিটি বিষয়ে ৩.১৩ লক্ষ্য শিক্ষকতে প্রশিক্ষণ প্রধান করার কথাও বলা হয়েছে। অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে ৫৮০টি শে্িরণকক্ষ নির্মাণের পাশাপাশি এবছর ৩৫০ টি শ্রেণিকক্ষ নির্মান করা হবে। মাধ্যমিক পর্যায়ে ১৮ কোটি ১৩লক্ষের বেশি পাঠ্যপুস্তক বিনামূল্যে কোটি ২৫ লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে বিতরনের ধারাবাহিকতা রাখার ঘোষণা এসেছে বাজেটে। আগামী ২০১৯-২০ অর্থবছওে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে ২৯ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে যা গত বছর ছিল ২৫ হাজার ৮৬৬ কোটি টাকা। কর্মসংস্থানবান্ধব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বরাদ্দ রাখা হয়েছে এই বাজেটে। মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে ২০১৯-২০ অর্থবছরেও ৭হাজার ৪৫৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা গত বছরে তুলনায় ৫হাজর ৭৫৮ কোটি টাকা বেশি। এবছরের বরাদ্দ ব্যায়িত হবে ২৮টি মন্ত্রণালয় ও শিক্ষা বিভাগ। সম্পাদনা : মুসবা তিন্নি

  • সর্বশেষ
  • জনপ্রিয়