শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ ◈ জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন  ◈ জামায়াত জোট থেকে বেরিয়ে যাচ্ছে কিনা, জানালো ইসলামী আন্দোলন ◈ দেশের ভেতরে পোস্টাল ব্যালটে প্রতীকের সঙ্গে প্রার্থীর নাম চায় বিএনপি ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে আজ প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ করবেন তারেক রহমানের

প্রকাশিত : ১৩ জুন, ২০১৯, ০৮:০৪ সকাল
আপডেট : ১৩ জুন, ২০১৯, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে বিপুল সংখ্যক ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক           

সুজন কৈরী : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫ লাখ টাকা মূল্যের প্রায় ৯ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)। তারা হলো- মিয়ানমারের নাগরিক নজরুল ইসলাম (৪৬) ও মোহাম্মদ জোবায়ের (২২)। ইয়াবা ছাড়াও তাদের কাছে বাংলাদেশের পরিচয়পত্র পাওয়া গেছে।

বুধবার রাত দুইটার দিকে সংবাদ সম্মেলনে এএপির অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, বুধবার রাত ৯ টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আটককৃতরা। পরে তাদের সঙ্গে কথা বললে এএপির সদস্যদের বিভ্রান্তিকর ও সন্দেহজনক তথ্য দেন। এরপর এএপির হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হলে দুইজন স্বীকার করেন, তারা পেটের ভেতরে করে ইয়াবা বহন করছেন। প্রায় ৯ হাজার ইয়াবা কালো টেপ দিয়ে প্যাচানো অবস্থায় গিলে পেটে বহন করেছিলেন তারা।

তিনি আরো জানান, আটককৃতরা অনেক আগে বাংলাদেশে এসেছেন। দুজনই এক সময় বাংলাদেশি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। সেই সুবাদে রাঙ্গুনিয়ার লক্ষীর খিল এলাকায় বসবাস করতেন তারা। ওই ঠিকানা ব্যবহার করে তারা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন। দুইজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

আলমগীর জানান, প্রতি হাজার ইয়াবা নির্ধারিত টাকার বিনিময়ে টেকনাফের এক ব্যবসায়ীর কাছ থেকে এনে রাজধানীর দয়াগঞ্জে অপর এক ইয়াবা ব্যবসায়ীর কাছে পৌঁছে দেয়ার কথা ছিল তাদের। তারা কক্সবাজার থেকে বিমানে করে ঢাকায় আসেন। তবে কোন বিমানে তারা এসেছেন সে বিষয়টি জানার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়