মাসুদা ভাট্টি : সিরাজুল আলম খানকে যারা রহস্যপুরুষ বানানোর জন্য উঠেপড়ে লেগেছেন তারা এটা কখনো ভেবেছেন কিনা জানি না যে, কোন্ সে রহস্য তিনি আসলে পুষে রেখেছেন, সেই বহুবার বলা নিউক্লিয়াস তত্ত্ব ছাড়া? কিন্তু তার কাছে জাসদ গঠনের রহস্য নিয়ে প্রশ্ন খুব কম মানুষকে করতে দেখেছি জাসদ গঠনের ফান্ড, উদ্দেশ্য, জাসদের রাজনীতিসহ বাংলাদেশকে একটি ভয়ংকর বিপজ্জনক জায়গায় ঠেলে দেয়ার মাধ্যমে দেশের রাজনীতি থেকে জাসদের মোটামুটি প্রস্থান এসব বিষয়ে এই তথাকথিত রহস্যপুরুষের কোনো রকম রহস্য ছাড়া সোজাসাপ্টা বক্তব্য জানাটা জরুরি। তা না করে উনি এখন চির প্রস্থানের আগে তার রহস্যময় মাথা থেকে পচা গন্ধ উগলে দিচ্ছেন ইতিহাসের নাম করে, দেশের ইতিহাসে তার মূল্য কতোটা সে প্রশ্ন করারও কোনো অর্থ হয় না।
একজন আপাদমস্তক ব্যর্থ রাজনীতিবিদ যিনি না পেরেছেন নিজস্ব কোনো রাজনৈতিক ধারা প্রচলন করতে, না পেরেছেন কোনো রাজনৈতিক তত্ত্ব দিয়ে দেশের রাজনীতিকে সমৃদ্ধ করতে, মাঝে মাঝে ষড়যন্ত্রী হিসেবে নিজেকে জাহির করতে পর্যন্ত ব্যর্থ হয়েছেন, রহস্য ছাড়া এই ব্যর্থতা ঢাকার আর কোনো আবরণ তার হাতে আছে কি? দুঃখজনক হলো আমাদের যেহেতু আর কিছুই করার/লেখার নেই তাই এই কথিত রহস্যপুরুষের ‘রহস্য’ নিয়েই আমরা ঘেঁটে চলেছি বছরের পর বছর ধরে। লেখক : ভারপ্রাপ্ত সম্পাদক, আমাদের নতুন সময়