শিরোনাম
◈ রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি ◈ রাইসির হেলিকপ্টারের অবস্থান শনাক্ত, উদ্ধারে সহযোগিতা করবে বিভিন্ন দেশ ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম, ভ‌রি এক লাখ ১৯ হাজার ৫শ টাকা ◈ রাইসির মৃত্যু হলে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট, ৫০ দিনের মধ্যে নির্বাচন ◈ পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: আইজিপি ◈ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার  ◈ বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি: মির্জা ফখরুল ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ আত্মহত্যা করা জবির সেই অবন্তিকা সিজিপিএ ৩.৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় ◈ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ এমপি, খুঁজে পেতে ডিবিতে মেয়ে

প্রকাশিত : ০৯ জুন, ২০১৯, ১০:১২ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০১৯, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশই শিশুর মৃত্যুহার কমিয়ে আনায় সফল, সেভ দ্য চিলড্রেন-এর প্রতিবেদন

কেএম নাহিদ : বাংলাদেশ ৫ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার ৬৩ শতাংশে কমিয়ে আনতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক শিশুবিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই শিশুর মৃত্যুহার কমিয়ে আনায় সব থেকে সফল দেশ। শনিবার ৯ জুন ভয়েস অব আমিরিকায় এ রিপোর্টে-এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হয়। ভয়েস অব আমেরিকা প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পরেই সফলতম দেশ হচ্ছে ভুটান। দেশটি গত ২০ বছরে শিশুর মৃত্যুহার কমিয়ে এনেছে ৬০ শতাংশে। এছাড়া নেপাল ৫৯ শতাংশ এবং ভারত ৫৭ শতাংশ কমিয়ে আনতে পেরেছে। রিপোর্টে বলা হয়, ডায়রিয়া ও নিউমোনিয়া চিকিৎসা সর্বস্তরে পৌঁছে দেয়া এবং নারীশিক্ষা বৃদ্ধি পাওয়ায় শিশুমৃত্যুর হার কমে এসেছে।

মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের শিশুরোগ বিভাগের প্রধান প্রফেসর ওয়াহিদা খানম মনে করেন, এই সাফল্যের পেছনে মুখ্য ভ‚মিকা রেখেছে কমিউনিটি হাসপাতালগুলো। আগে মানুষ জানতো না নতুন জন্ম নেয়া শিশুর চিকিৎসার জন্য তাদের কোথায় যেতে হবে। এখন প্রত্যন্ত অঞ্চলের মানুষও খুব সহজেই কমিউনিটি হাসপাতাল থেকে চিকিৎসা নিতে পারছে। প্রফেসর খানম অবশ্য কিছু চ্যালেঞ্জের কথাও বলছিলেন।

সেভ দ্য চিলড্রেনের রিপোর্টে আরো বলা হয়, ৯০ দশকে প্রতি বছর প্রায় ৫ লাখ ৩২ হাজার শিশুর অকাল মৃত্যু হতো। ২০১৯-এ এসে এই সংখ্যা ১ লাখেরও নিচে নেমে এসেছে। সম্পাদনায় : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়