শিরোনাম
◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন

প্রকাশিত : ০৯ জুন, ২০১৯, ১০:১২ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০১৯, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশই শিশুর মৃত্যুহার কমিয়ে আনায় সফল, সেভ দ্য চিলড্রেন-এর প্রতিবেদন

কেএম নাহিদ : বাংলাদেশ ৫ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার ৬৩ শতাংশে কমিয়ে আনতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক শিশুবিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই শিশুর মৃত্যুহার কমিয়ে আনায় সব থেকে সফল দেশ। শনিবার ৯ জুন ভয়েস অব আমিরিকায় এ রিপোর্টে-এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হয়। ভয়েস অব আমেরিকা প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পরেই সফলতম দেশ হচ্ছে ভুটান। দেশটি গত ২০ বছরে শিশুর মৃত্যুহার কমিয়ে এনেছে ৬০ শতাংশে। এছাড়া নেপাল ৫৯ শতাংশ এবং ভারত ৫৭ শতাংশ কমিয়ে আনতে পেরেছে। রিপোর্টে বলা হয়, ডায়রিয়া ও নিউমোনিয়া চিকিৎসা সর্বস্তরে পৌঁছে দেয়া এবং নারীশিক্ষা বৃদ্ধি পাওয়ায় শিশুমৃত্যুর হার কমে এসেছে।

মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের শিশুরোগ বিভাগের প্রধান প্রফেসর ওয়াহিদা খানম মনে করেন, এই সাফল্যের পেছনে মুখ্য ভ‚মিকা রেখেছে কমিউনিটি হাসপাতালগুলো। আগে মানুষ জানতো না নতুন জন্ম নেয়া শিশুর চিকিৎসার জন্য তাদের কোথায় যেতে হবে। এখন প্রত্যন্ত অঞ্চলের মানুষও খুব সহজেই কমিউনিটি হাসপাতাল থেকে চিকিৎসা নিতে পারছে। প্রফেসর খানম অবশ্য কিছু চ্যালেঞ্জের কথাও বলছিলেন।

সেভ দ্য চিলড্রেনের রিপোর্টে আরো বলা হয়, ৯০ দশকে প্রতি বছর প্রায় ৫ লাখ ৩২ হাজার শিশুর অকাল মৃত্যু হতো। ২০১৯-এ এসে এই সংখ্যা ১ লাখেরও নিচে নেমে এসেছে। সম্পাদনায় : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়