শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ জুন, ২০১৯, ০১:৩৩ রাত
আপডেট : ০৬ জুন, ২০১৯, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টার সিনেপ্লেক্সে ৭ জুন মুক্তি পাচ্ছে ‘ডার্ক ফোনিক্স’

নুর নাহার : এবার আসছে মার্ভেল কমিকসের নতুন সিনেমা। নতুন এ সিনেমার নাম ‘ডার্ক ফোনিক্স’। বিশ্বব্যাপী সিরিজের ১২তম সিক্যুয়ালটি মুক্তি পাবে ৭ জুন। একই দিন থেকে দেশের দর্শকরাও স্টার সিনেপ্লেক্সে দেখতে পাবেন সিনেমাটি। ২০১৬ সালে মুক্তিপায় ‘এক্স-মেন: অ্যাপোক্যালিপস’। সেই সময় সিনেমাটি বেশ সাড়া ফেলে। নিউজ ২৪

এক্স-মেনের মহাজগতে অ্যাপোক্যালিপস ছিলেন প্রথম ও সবচেয়ে শক্তিধর আবির্ভাব। সভ্যতার শুরু থেকে তাকে দেবতা হিসেবে পূজা করা হতো। অন্যদের সমন্বিত শক্তি তার মধ্যে সঞ্চিত ছিল। ফলে তিনি হয়ে ওঠেন অমর, অপরাজেয়।

এবারের পর্বে খল-নায়িকা লিলান্ড্রার ভূমিকায় অভিনয় করেছেন জেসিকা চ্যাসটেইন। যিনি ‘ডার্ক ফিনিক্স’ খুঁজে বন্দি করার ফন্দি আঁটেন। দেখা যাবে, কেভিয়ারের সবচেয়ে বিশ্বস্ত শিষ্য ফোনিক্স অত্যন্ত শক্তিধর। টেলিপ্যাথিক ক্ষমতাধর জিন গ্রে-কে ফিনিক্স নামের কসমিক শক্তি পান করানো হয়। যার ফলে অসীম শক্তিধর জিন গ্রে তার ব্যক্তিত্ব হারিয়ে বাধা হয়ে দাঁড়ান এক্স-মেনদের বিরুদ্ধেই।
জিন গ্রে চরিত্রটিকে এবার আরও শক্তিশালী করে পর্দায় হাজির করেছেন পরিচালক। গ্যালাক্সিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আর জিনের আত্মাকে রক্ষা করতে আবারো একসঙ্গে লড়তে দেখা যাবে এক্স-মেন পরিবারকে।

সিনেমাটি পরিচালনা করেছেন সাইমন কিনবার্গ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জেমস ম্যাকাভয়, মাইকেল ফ্যাসবেন্ডার, জেনিফার লরেন্স, নিকোলাস হল্ট, সোফি টার্নার, টাই সেরিডান, আলেক্সান্দ্রা শিপ, কোডি ম্যাকফিসহ অনেকে। প্রযোজনায় ও পরিবেশনায় টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স ফিল্ম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়