শিরোনাম
◈ মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিয়েছে ভারত ◈ গাজায় বোমা হামলা, চার ইসরায়েলি সেনা নিহত ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান

প্রকাশিত : ০৪ জুন, ২০১৯, ০৫:৩৯ সকাল
আপডেট : ০৪ জুন, ২০১৯, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টুর্নামেন্ট সেরা হতে পারেন সাকিব, বললেন খালেদ মাহমুদ সুজন

স্পোর্টস ডেস্ক : অনুশীলনে আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস। নিজের ক্রিকেট নিয়ে অনেক বেশি সচেতন। মাঠের ভেতরে-বাইরে দারুণ সম্পৃক্ত। সবসময়ই থাকছেন দারুণ প্রাণবন্ত। সা¤প্রতিক সময়ের সাকিব আল হাসানকে কাছ থেকে দেখে মুগ্ধ ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। সাবেক বাংলাদেশ অধিনায়ক ও বিশ্বকাপ দলের ম্যানেজারের বিশ্বাস, এবারের বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা হতে পারবেন সাকিব।

গত আইপিএলের সময় ফিটনেস নিয়ে নিবিড়ভাবে কাজ করে ওজন অনেক কমিয়ে দারুণ ঝরঝরে হয়ে উঠেছেন সাকিব। পরিশ্রমের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে পারফরম্যান্সেও। তবে শুধু পরিশ্রমই নয়, খালেদ মাহমুদের আলাদা করে নজর কেড়েছে সাকিবের মানসিকতার পরিবর্তন।

আগের দিন দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর সোমবার অনুশীলন ছিল না বাংলাদেশ দলের। ক্রিকেটাররা সবাই নিজের মতো করে কাটিয়েছেন সময়। জয়ের আবেশ মেখেই টিম হোটেলে বদলে যাওয়া সাকিবের গল্প শোনালেন দলীয় ম্যানেজার।

সাকিব সবসময় অনেক বড় ক্রিকেটার, সন্দেহ নাই। তবে গত কয়েক মাসের সিরিয়াসনেস আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। ফিটনেস নিয়ে কাজ করাই শুধু নয়, দলে তার সম্পৃক্ততা ও যেভাবে কষ্ট করছে, সব মিলিয়ে।

পরশু দিনের একটা ঘটনা বলি। সাকিব বসে ছিল, কয়েকজন প্র্যাকটিস করছিল। পানি লাগবে, সাকিব দৌড়ে পানি নিয়ে গেল। এটাই বোঝাতে পারছি, যে দলের একজন সিনিয়র ক্রিকেটার যখন এরকম করে, সবার জন্যই তা ভালো।

দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ সেরা হয়ে শুরু হয়েছে সাকিবের বিশ্বকাপ। এগিয়ে চলার পরিক্রমায় সাকিবকে টুর্নামেন্ট সেরার পুরষ্কার হাতেও দেখতে পাচ্ছেন ম্যানেজার।

বলা তো যায় না আগে থেকে, তবে আমার মনে হয় সাকিব ম্যান অব দা টুর্নামেন্ট হতে চায় এই বিশ্বকাপে। আমিও সেটা বিশ্বাস করি।
গত ৬ মাস ধরে নিজেকে সে সেভাবেই প্রস্তুত করেছে, ফিটনেসে দিক থেকে, দৃষ্টিভঙ্গির দিক থেকে, সবকিছু মিলিয়ে। আগে হয়তো অনুশীলনে একদিন ব্যাটিং করল, আরেকদিন বোলিং...এখন সে অনেক বেশি সিরিয়াস। -বিডিনিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়