শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০৮:০৩ সকাল
আপডেট : ০১ জুন, ২০১৯, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেরত আসা শ্রমিকরা মালয়েশিয়ায় যেতে পারবেন

ডেস্ক রিপোর্ট : যেসব শ্রমিক মালয়েশিয়া থেকে ফিরে এসেছেন তারা আবারও মালয়েশিয়ায় যেতে পারবেন। মালয়েশিয়া সরকার সকল ক্ষেত্রে শ্রমিক পুনঃনিয়োগের পরিকল্পনায় সম্মতি দিয়েছে। আগামী ১ জুলাই থেকেই এই পরিকল্পনা বাস্তবায়িত হবে।

 

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান এই তথ্য জানিয়েছেন।

 

মন্ত্রী বলেন, ‘এই পরিকল্পনার আওতায় নিয়োগকর্তারা তাদের ফেরত যাওয়া শ্রমিকদের পুনঃনিয়োগ দিতে পারবেন। যেসব শ্রমিক নতুন আবেদন প্রক্রিয়ার অধীনে নিবন্ধিত না হতে পেরে ফিরে গিয়েছেন, তাদের ফেরত আনা যাবে।’

 

শুক্রবার (৩১ মে) দেশটির সংসদে এই পরিকল্পনা গৃহীত হয়, যা বিগত সরকার ২০১৭ সালে বাদ করে দিয়েছিল।

 

এর ফলে নিয়োগকর্তাদের জন্যে বাধ্যতামূলকভাবে স্বাভাবিক আবেদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়াটা বেশ অসুবিধাজনক হয়ে পড়ে। পাশাপাশি তাদের জন্যে পুরনো শ্রমিকদের নতুন বিকল্প খোঁজাটাও ব্যয়বহুল হচ্ছে।

 

কুলাসেগারান বলেন, ‘সরকার বিশ্বাস করে এই প্রক্রিয়ায় বিদেশি শ্রমিকের সংখ্যা বাড়বে না। বরং নিয়োগকর্তারা যে সংখ্যক শ্রমিকের অনুমতি পেয়েছিল, সেই সংখ্যক শ্রমিক পুনঃনিয়োগ পাবেন।

 

তিনি আরও বলেন, ‘বিভিন্ন শিল্পে শ্রমিক সংকটের সমস্যার সমাধানে সরকার এই পদক্ষেপ নিয়েছে। নিয়োগকর্তাদের বিদেশি শ্রমিক ব্যবস্থাপনা বিভাগে শ্রমিক পুনঃনিয়োগের জন্যে আবেদন করতে হবে।’

সূত্র : বার্তা২৪.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়