শিরোনাম
◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার ◈ এআই মানবীকে মন্ত্রী বানিয়ে দিল বিশ্বের প্রথম দেশ আলবেনিয়া! ◈ জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই আবদুর রশিদ জিতু ◈ কলকাতায় সাইনবোর্ডে বাংলায় নাম লেখা বাধ্যতামূলক, না মানলে ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মেয়রের

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০৮:০৩ সকাল
আপডেট : ০১ জুন, ২০১৯, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেরত আসা শ্রমিকরা মালয়েশিয়ায় যেতে পারবেন

ডেস্ক রিপোর্ট : যেসব শ্রমিক মালয়েশিয়া থেকে ফিরে এসেছেন তারা আবারও মালয়েশিয়ায় যেতে পারবেন। মালয়েশিয়া সরকার সকল ক্ষেত্রে শ্রমিক পুনঃনিয়োগের পরিকল্পনায় সম্মতি দিয়েছে। আগামী ১ জুলাই থেকেই এই পরিকল্পনা বাস্তবায়িত হবে।

 

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান এই তথ্য জানিয়েছেন।

 

মন্ত্রী বলেন, ‘এই পরিকল্পনার আওতায় নিয়োগকর্তারা তাদের ফেরত যাওয়া শ্রমিকদের পুনঃনিয়োগ দিতে পারবেন। যেসব শ্রমিক নতুন আবেদন প্রক্রিয়ার অধীনে নিবন্ধিত না হতে পেরে ফিরে গিয়েছেন, তাদের ফেরত আনা যাবে।’

 

শুক্রবার (৩১ মে) দেশটির সংসদে এই পরিকল্পনা গৃহীত হয়, যা বিগত সরকার ২০১৭ সালে বাদ করে দিয়েছিল।

 

এর ফলে নিয়োগকর্তাদের জন্যে বাধ্যতামূলকভাবে স্বাভাবিক আবেদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়াটা বেশ অসুবিধাজনক হয়ে পড়ে। পাশাপাশি তাদের জন্যে পুরনো শ্রমিকদের নতুন বিকল্প খোঁজাটাও ব্যয়বহুল হচ্ছে।

 

কুলাসেগারান বলেন, ‘সরকার বিশ্বাস করে এই প্রক্রিয়ায় বিদেশি শ্রমিকের সংখ্যা বাড়বে না। বরং নিয়োগকর্তারা যে সংখ্যক শ্রমিকের অনুমতি পেয়েছিল, সেই সংখ্যক শ্রমিক পুনঃনিয়োগ পাবেন।

 

তিনি আরও বলেন, ‘বিভিন্ন শিল্পে শ্রমিক সংকটের সমস্যার সমাধানে সরকার এই পদক্ষেপ নিয়েছে। নিয়োগকর্তাদের বিদেশি শ্রমিক ব্যবস্থাপনা বিভাগে শ্রমিক পুনঃনিয়োগের জন্যে আবেদন করতে হবে।’

সূত্র : বার্তা২৪.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়