শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০৫:৩৫ সকাল
আপডেট : ০১ জুন, ২০১৯, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে রিলিজ হওয়া কিছু নতুন ইসলামি সঙ্গীত

আদিল মাহমুদ : পশ্চিম দিগন্তে এক ফালি বাঁকা চাঁদ মুসলিম উম্মাহর জন্য নিয়ে এসেছে রহমত, বরকত, নাজাত, মাগফিরাত, মুক্তি ও শান্তি-সম্প্রীতির অমিয় বার্তা। পবিত্র মাহে রমজান। এ মাসে মুসলমানরা রোজা রাখেন। উৎসব হিসাবে মহিমান্বিত এ মাস পালন করেন। রমজানকে কেন্দ্র করে নানা ধরনের মানুষ ভিন্ন ভিন্ন আয়োজন করে যে যার মত করে। এমনিভাবে বিশ্বের ইসলামিক সংগীতশিল্পীরাও আমদেরকে ‘রমজান উপহার’ দেন আল্লাহ-রাসূলের শানে নতুন নতুন নাশিদ। আল্লাহ ও রাসূলের প্রেমে মানুষের মনন ও সুবোধ জাগিয়ে তোলার জন্যই সংগীতশিল্পীরা নিবিষ্টচিত্তে কাজ করেন।

মানুষের মস্তিষ্কের সঙ্গে গান ও মিউজিকের গভীর সম্পর্ক আছে। এগুলো মানুষের মস্তিষ্ককে গভীরভাবে আন্দোলিত করে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, গান অতীতের স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করে। গানের সময়ে অতীতের ইভেন্টগুলো মনে পড়ে যায় কিংবা চোখের সামনে ভেসে ওঠে। অনেক সময়ে স্ট্রেস রিলিভ করতেও মিউজিক দারুণ কার্যকর ভূমিকা পালন করে। এই কারণে সবাই কোন না কোন মিউজিক বা গান পছন্দ করেনই। তাই মানুষ গান শোনে। আবার ধার্মিকতার বিচারে হামদ, নাত, গজল, ভজন ইত্যাদি শুনতে থাকেন। মোটকথা, ‘সুর মানব মনের বা মনোজগতের একটি অংশ। এটি মানুষের অন্তরে প্রশান্তি দেয়। তাই আমাদের উচিৎ ইসলামিক সংগীতশিল্পীদের যথাযোগ্য মর্যাদা দেয়া। কারণ, তারা সুরের মূর্ছনায় স্মরণ করিয়ে দেন আল্লাহ এবং তার রাসূলের কথা। বান্দাদের উপর আল্লাহর নেয়ামত-অনুগ্রহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম—এর দরদ-ভালোবাসার কথা। জানিয়ে দেন মানবপ্রেম কিংবা ইসলামের ভিন্ন দিকনির্দেশনা।

রমজান উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীতশিল্পীদের যে সব নাশিদ রিলিজ হয়েছে সেগুলো পাঠকদের কাছে তুলে ধরতেই এই আয়োজন—

১. মাহের জাইন (সুইডেন) : মাহের জেইন মূলত সুইডিশ আরঅ্যান্ডবি গায়ক। লেবাননের বংশোদ্ভূত বিখ্যাত গীতিকার এবং সংগীত প্রযোজক। ২০০৯ সালে তিনি ‘দ্যা অ্যালবাম’ নামে তার প্রথম অ্যালবাম প্রকাশ করেছেন। তিনি বিস্ময়কর গায়ক, যিনি সত্য সঙ্গীতের সাধনায় নিয়োজিত। তিনি অনেক মানুষকে সাহায্য করেন। তিনি একজন সুন্নি মুসলিম। রমজান উপলক্ষে তাঁর নতুন হামদ রিলিজ হয়েছে ‘লাওলাকা’। হামদটি ৮ মে বুধবার ইউটিউব চ্যানেল ‘Awakening Music’ এ রিলিজ হয়েছে। নাশিদের লিংক-

 

২. রাহাত ফাতেহ আলী খান (পাকিস্তান) : রাহাত ফাতেহ আলী খান পাকিস্তানী সংগীতশিল্পী। তিনি প্রাথমিকভাবে মুসলিম সুফি হিসেবে ভক্তিমূলক গান গাইতেন। তিনি ওস্তাদ নুসরাত ফাতেহ আলী খানের ভাগ্নে এবং ওস্তাদ ফারুখ ফাতেহ আলী খানের পুত্র। তিনি গজল গাইতেন এবং অন্যান্য মৃদু সঙ্গীতেও খ্যাতি রয়েছে। তিনি বলিউড এবং বলিউডের জনপ্রিয় একজন প্লেব্যাক শিল্পী হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। রমজান উপলক্ষে তাঁর নতুন নাশিদ রিলিজ হয়েছে ‘ইহসাস রমজান’। নাশিদটি ৩ মে শুক্রবার ইউটিউব চ্যানেল ‘HAR PAL GEO’ এ রিলিজ হয়েছে। নাশিদটি লিখেছেন সাবির জাফর। নাশিদটি শুনতে পারেন এই লিংকে-

 

৩. হাফিজ আহমদ রেজা কাদিরী (পাকিস্তান) : পাকিস্তানী জনপ্রিয় শিল্পী কণ্ঠশিল্পী হাফিজ আহমদ রেজা কাদিরী। ২০১৩ সালে তিনি ‘জো ইশকে নবি কে’ নামে তার প্রথম অ্যালবাম প্রকাশ করেছেন। রমজান উপলক্ষে তার নতুন নাত রিলিজ হয়েছে ‘বুলা লো ইয়া রাসূল আল্লাহ’। নাতটি ৩ মে শুক্রবার ইউটিউব চ্যানেল ‘Kch Multimedia Naat’ এ রিলিজ হয়েছে। নাতের লিংক-

তার আরও একটি হামদ ১১ মে শনিবার ইউটিউব চ্যানেল ‘Ahmed Reza Qadri’ এ রিলিজ হয়েছে। হামদের নাম ‘ইস কারম কা কারুন শুকর কেসি আদা’। হামদটি শুনতে ক্লিক করুন-

 

৪. হাফিজ আহসান কাদিরী (পাকিস্তান) : পাকিস্তানী ইসলামিক সংগীতশিল্পী হাফিজ আহসান কাদিরী। ২০১৭ সালে ৩ মে তিনি ‘সফর কা বার’ নামে তার প্রথম অ্যালবাম প্রকাশ করেছেন। এই অ্যালবাম তার সঙ্গে সংগীত গেয়েছেন হাফিজ তাহির কাদিরী। রমজান উপলক্ষে তার নতুন নাত রিলিজ হয়েছে ‘একবার দেখা দো না’। নাতটি ১০ মে শুক্রবার ইউটিউব চ্যানেল ‘Hafiz Tahir Qadri’ এ রিলিজ হয়েছে। নাতটি শুনতে পারেন এই লিংকে-

 

৫. হাফিজ তাহির কাদিরী (পাকিস্তান) : পাকিস্তানী অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী হাফিজ তাহির কাদিরী। ২০১৬ সালে তিনি ‘জাসনে চেরাগান’ নামে অ্যালবাম প্রকাশ করেছেন। রমজান উপলক্ষে তার নতুন নাশিদ রিলিজ হয়েছে ‘মদীনে কাফেলে যাতে’। নাশিদটি  ১২ মে রোববার ইউটিউব চ্যানেল ‘Hafiz Tahir Qadri’ এ রিলিজ হয়েছে। নাশিদের লিংক-

এই জগদ্বিখ্যাত কণ্ঠশিল্পী আরও একটি নাশিদ তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘Ahmed Reza Qadri’ এ রিলিজ হয়েছে। নাশিদের নাম ‘ইনশআল্লাহ সারে রোজে রাকহুনগা রমজান মে’। এই নাশিদটিতে সহশিল্পী হিসেবে ছিলেন পাকিস্তানের দুই শিশুশিল্পী হানজালা কাদিরী ও হামজা কাদিরী। নাশিদটি শুনতে পারেন এই লিংকে-

 

৬. জেই ডেন (কানাডা) : কানডার জনপ্রিয় গায়ক জেই ডেন। ২০১৭ সালের ১১ নভেম্বর তিনি ‘মেলো ডিন Melo Deen’ নামে অ্যালবাম প্রকাশ করেছেন। রমজান উপলক্ষে তার নতুন নাশিদ রিলিজ হয়েছে ‘রামাজান’। নাশিদটি ৫ মে রোববার ইউটিউব চ্যানেল ‘Deen Squad’ এ রিলিজ হয়েছে। এই নাশিদে তার সহশিল্পী হিসেবে ছিলেন ইলিয়াস মাও। নাশিদটি শুনতে ক্লিক করুন-

 

৭. দানিশ এফ দার এবং দাওয়ার ফারুক (কাশ্মীর, ভারত) : কাশ্মীরের ইসলামিক সংগীত শিল্পী দানিশ এফ দার এবং দাওয়ার ফারুক। তারা দুই ভাই। রমজান উপলক্ষে তাদের নতুন নাত রিলিজ হয়েছে ‘ইয়া নবী’। নাতটি ১০ মে তাদের শুক্রবার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘Danish & Dawar’ এ রিলিজ হয়েছে। নাতের লিংক-

এই ইউটিউব চ্যানেল থেকেই ‘আল্লাহ হু’ নামে তাদের আরও একটি হামদ ১৩ মে মঙ্গলবার রিলিজ হয়েছে। হামদটি শুনতে পারেন এই লিংকে-

 

৮. মুহাম্মদ হাস্সান রেজা কাদিরী (শিশু শিল্পী, পাকিস্তান): পাকিস্তানি শিশু শিল্পী মুহাম্মদ হাস্সান রেজা কাদিরী। ২০১৮ সালে ২৬ ডিসেম্বর ‘সাহারা চাহিয়ে’ নামে তার একটি অ্যালবাম রিলিজ হয়েছে। রমজান উপলক্ষ্যে তার নতুন হামদ রিলিজ হয়েছে ‘আকা মওলা’। হামদটি ৬ মে সোমবার ইউটিউব চ্যান্যানেল ‘Heera Gold’ এ রিলিজ হয়েছে। হামদটি শুনতে ক্লিক করুন-

 

৯. (১) কলরব (বাংলাদেশ) : বাংলাদেশ জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব। রমজান উপলক্ষ্যে এই সংগঠনের শিশুশিল্পীদের নতুন নাশিদ রিলিজ হয়েছে ‘এলো মাহে রমজান’। নাশিদটি হলিটিউনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে (Holy Tune) ২৮ এপ্রিল রোববার রিলিজ হয়েছে। নাশিদটি লিখেছেন কবি ও গীতিকার সায়ীদ উসমান এবং সুর করেছেন কলরবের জনপ্রিয় শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান। নাশিদের লিংক-

 

১০. আহমদ আব্দুল্লাহ (বাংলাদেশ) : বাংলাদেশ জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের সিনিয়র সংগীত পরিচালক আহমদ আব্দুল্লাহ। রমজান উপলক্ষে তার নতুন নাশিদ রিলিজ হয়েছে ‘প্রেমের মাহফিল’। নাশিদটি হলিটিউনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে (Holy Tune)  ৭ মে মঙ্গলবার রিলিজ হয়েছে। নাশিদটিতে আহমদ আব্দুল্লাহ-এর সঙ্গে সহশিল্পী হিসেবে ছিলেন কলরবের কিশোরশিল্পী হুসাইন আদনান। নাশিদটি শুনতে পারেন এই লিংকে-

 

১১. (২) কলরব (বাংলাদেশ) : রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের এই সংগঠনের শিশুশিল্পীদের নতুন নাত রিলিজ হয়েছে ‘দুরুদ’। নাতটি ইউটিউব চ্যানেলে 'Kalarab TV' তে ৯ মে বৃহস্পতিবার রিলিজ হয়েছে। নাতটি লিখেছেন এহং সূর করেছেন ইসহাক আলমগীর। নাত পেতে এই লিঙ্কে যেতে পারে-

 

১২. সসাস (বাংলাদেশ) : সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ্য ও দেশ প্রেমিক নাগরিক তৈরীর অঙ্গিকার নিয়ে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)। রমজান উপলক্ষ্যে এই সংগঠনের নতুন নাশিদ রিলিজ হয়েছে 'রোজা'। নাশিদটি ১৩ মে সোমবার ইউটিউব চ্যানেলে 'HOSAS TV' এ রিলিজ হয়েছে। নাশিদটি লিখেছেন এহং সূর করেছেন তোফাজ্জল হাসান খান। নাশিদের লিংক-

 

১৩. আনওয়ারুল কারীম মুস্তাজাব (সিলেট, বাংলাদেশ) : বাংলাদেশ ইনভাইট নাশিদ গ্রুপের সংগীত পরিচালক আনওয়ারুল কারীম মুস্তাজাব। রমজান উপলক্ষে জনপ্রিয় কণ্ঠশিল্পী মুস্তাজাবের নতুন নাশিদ ‘বিশ্বাসের মিছিল’। ৯ মে বুধবার ইউটিউব চ্যানেল ‘কাতিব টিভি’ এ নাশিদটি রিলিজ করেছে। নাশিদটিতে সহশিল্পী হিসেবে ছিলেন আব্দুর রহমান আল-আজাদ, শেখ এনাম, জুনেল মাসুদ, নাজিম কাউসার, সুফিয়ার বিন এনাম। নাশিদটি লিখেছেন এবং সূর করেছেন জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব-এর অন্যতম শিল্পী আহমদ আব্দুল্লাহ। নাশিদটি শুনতে ক্লিক করুন-

 

১৪. আবু উবায়দা (কিশোরগঞ্জ, বাংলাদেশ) : বাংলাদেশী শিল্পী আবু উবায়দা। কিশোরগঞ্জের শহরে বেড়ে উঠা আবু উবায়দার সঙ্গীতাঙ্গণে সরব পদচারণা শুরু হয় কিশোরগঞ্জের দিশারী সাহিত্য সাংস্কৃতিক ফোরামের মধ্য দিয়ে। রমজান উপলক্ষে কণ্ঠশিল্পী উবায়দার নতুন নাশিদ ‘সাদা কাফন’। ৩ মে শুক্রবার তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘উবায়দা প্রোডাকশন’ এ নাশিদটি রিলিজ হয়েছে। নাশিদটি লিখেছেন গীতিকার সাইফ সিরাজ৷ নাশিদের লিংক-

 

নোট : সঙ্গীত সুসংবদ্ধ শব্দ ও নৈশব্দের সমন্বয়ে মানবচিত্তে বিনোদন সৃষ্টি করার পাশাপাশি আল্লাহ এবং তাঁর রাসূলের কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। এই ফিচারে যেসব সঙ্গীত শিল্পীদের কথা উল্লেখ করা হয়েছে তারা ব্যতীত আরও অনেকেরই পবিত্র মাহে রমজান উপলক্ষে নতুন নতুন সঙ্গীত রিলিজ হয়েছে। তাদের সবাইকে অভিনন্দন। সবারই সাফল্য কামনা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়