নিজস্ব প্রতিবেদক : ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে ইতিমধ্যে অনেক ক্রিকেট বিশ্লেষক ও তারকা খেলোয়ারড়দের প্রেডিকশন দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। কিন্তু নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম অদ্ভুত এক প্রেডিকশন দিয়েছেন। যেখানে বাংলাদেশের জয় দেখছেন মাত্র একটি ম্যাচে!
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা ঐ প্রেডিকশনে ম্যাককালাম বাংলাদেশ ও শ্রীলঙ্কার মাত্র একটি করে ম্যাচে জয় ধরে রেখেছেন। সেটি হবে কেবল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। এছাড়া বাকি ৮টি ম্যাচেই বাংলাদেশ হারবে বলে ভবিষ্যদ্বাণী ম্যাককালামের, এমনটি খর্বশক্তির আফগানিস্তানের বিপক্ষেও।
ম্যাককালামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, গত বিশ্বকাপের রানার্সআপরা জয় পাবে ৫টি ম্যাচে। সবচেয়ে বেশি ৮টি করে ম্যাচে জয় পাবে ইংল্যান্ড ও ভারত। অস্ট্রেলিয়ার জয় ধরা হয়েছে ৬টি। ৫টি করে জয় ধরা হয়েছে উইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানেরও। এছাড়া আফগানিস্তান জিতবে দুটি ম্যাচ।
যদিও উইন্ডিজ শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে শ্রীলঙ্কা উইন্ডিজের বিপক্ষে জেতার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে যেকোনো একটি দলের জয়ের সংখ্যা কমে যাওয়ার কথা। ম্যাককালাম অবশ্য তার ক্রুটিপূর্ণ প্রেডিকশন প্রকাশ করার আগে ব্যাপারটি খেয়ালই করেননি!