শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ১০:৫০ দুপুর
আপডেট : ৩১ মে, ২০১৯, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার জেলায় ১৪শ বস্তা সরকারি চাল জব্দ

নিউজ ডেস্ক : পাচারের সময় কিংবা মজুদ অবস্থায় প্রায় ১৪শ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে রংপুর, পাবনা, ভোলা এবং যশোর থেকে। এর মধ্যে সবচে বেশি ৭৮৯ বস্তা জব্দ হয়েছে রংপুর থেকে। এসব ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ২ জন র্যাবের হাতে আটক হয়েছেন। রংপুর সদরের সদ্য পুষ্করনী ইউনিয়নের পালিচড়া বাজার থেকে দরিদ্র ও দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ-ভিজিডি কর্মসূচির ৭৮৯ বস্তা চাল উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় ওই ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও ব্যবসায়ী আনছারুল ইসলামকে আটক করে তারা। এর আগে বুধবার সন্ধ্যায় পালিচড়া থেকে চালসহ এক অটোচালককে আটক করে তাজহাট থানা পুলিশ। ইত্তেফাক

 

। রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববি জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের জন্য সরকার থেকে জনপ্রতি ১৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সদর উপজেলার সদ্যপুষ্করনী ইউনিয়নের প্রায় ৬ হাজার ২৯০ জন সুবিধাভোগীর মাঝে বিতরণের জন্য গত মঙ্গলবার ৩ হাজার ১৪৫ বস্তা চাল ইউনিয়ন পরিষদে আনা হয়। বুধবার ওই এলাকায় চাল বিতরণ শেষে ৬০/৭০ জন কার্ডধারী নারী চাল না পেয়ে পরিষদ চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরবর্তীতে তাদেরকে চাল দেওয়া হবে বলে ইউপি চেয়ারম্যান আশ্বাস দেন। এদিকে বিপুল পরিমাণ চাল আসা সত্ত্বেও কার্ডধারীদের চাল না পাওয়ার বিষয়টি জানাজানি হলে আইন-শৃঙ্খলা বাহিনী নড়েচড়ে বসে। বুধবার রাত ১০টায় ২১ বস্তা চাল স্টেশন এলাকায় নিয়ে যাবার সময় নগরীর দর্শনা থেকে অটোচালকসহ বস্তাগুলো আটক করে পুলিশ। ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন জানান, বৃহস্পতিবার রাতেই চাল উদ্ধারে অভিযানে নামে র্যাব। রাত থেকে পালিচড়া বাজারের আনছারুল ইসলাম, রাঙ্গা, সুমন ব্যাপারী, কুরবান, দিলশানসহ একাধিক মালিকের গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৭৮৯ বস্তা চাউল উদ্ধার করে তারা।

 

এসব চাল কালোবাজারে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল বলে মাসুদার রহমান দাবি করেন। ঘটনাস্থল থেকে র্যাবের এক কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ইউপি চেয়ারম্যান সোহেল রানা ও ব্যবসায়ী আনছারুল ইসলামকে আটক করা হয়েছে। অন্যদিকে পাবনার ভাঙ্গুড়া এলএসডি খাদ্য গুদাম থেকে চাটমোহর সরকারি গুদামে স্থানান্তরের জন্য প্রেরিত ৫৫৯ বস্তা চাল কালো বাজারে বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালত তা জব্দ করেছে। সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানান, পুলিশের সহায়তায় বুধবার রাতে উপজেলার বারাকান্দি জননী রাইস মিলের সামনে থেকে ৬৬৫ বস্তা চাল উদ্ধার করা হয়। অপরদিকে ভোলায় সরকারি ২৬ বস্তা চাল কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধ ভাবে মিলে মজুদ রাখার অভিযোগে চরফ্যাশনস্থ ভোলা অটো রাইস মিল মালিক ও মিলটির ব্যবস্থাপনা পরিচালক সাইদ জুলফিকার মাহমুদের বিরুদ্ধে শশীভূষণ থানায় মামলা হয়েছে। যশোরের চৌগাছায় ভিজিএফের প্রায় ৬শ কেজি চাল চুরি করে নিয়ে যাওয়ার সময় আটকে দিয়ে ইউনিয়নের গোডাউনে ফেরত দিতে বাধ্য করেছেন এক মহিলা মেম্বার। দুস্থ মহিলাদের ভিজিডি নামের তালিকাভুক্তি নিয়ে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার দ্বন্দ্বের কারণে জামালপুরের মেলান্দহের ৫ মাসের ভিজিডির চাল আটকে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়