শিরোনাম
◈ সব ঠিক থাকলে শনিবার ঢাকায় পৌঁছাতে পারে এয়ার অ্যাম্বুলেন্স, রোববার নেওয়া হতে পারে লন্ডন খালেদা জিয়াকে ◈ নিজে কিছু করতে পারেনি, আবার রোহিত ও কোহ‌লি‌কে নিয়ে কথা বলে!‌ অ‌জিত আগরকারকে চাঁচাছোলা আক্রমণ হরভজ‌নের ◈ বিএনপি না জামায়াত কোন জোটে যাচ্ছে এনসিপি, নানা সমীকরণ ◈ গাজায় হামাসবিরোধী ইসরাইলপন্থি পপুলার ফ্রন্টের নেতা ইয়াসের আবু সাবাব নিহত ◈ ঢাকা–করাচি রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ ◈ ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা, আসছে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস ◈ জমি রেজিস্ট্রেশনে স্বচ্ছতা আনতে নতুন নিয়ম: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর ◈ বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরলো সরকার (ভিডিও) ◈ জয় ও পলকের বিরুদ্ধে আনা তিন অভিযোগে যা আছে ◈ প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৩:৪০ রাত
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্যযুদ্ধ স্বত্বেও এশিয়ার আবাসন খাতে নেতৃত্ব দিচ্ছে চীনা কো¤পানিগুলো

নূর মাজিদ : জাপান, অস্ট্রেলিয়া এবং স্বায়ত্বশাসিত হংকংয়ের আবাসনখাতে নির্মাণ প্রবৃদ্ধি কমলেও তা অব্যাহত রয়েছে চীনের মূল ভূখণ্ড । এশিয়ার বৃহৎ অর্থনীতিগুলোর মধ্যে বাণিজ্যযুদ্ধ স্বত্বেও সবচাইতে বেশি সক্রিয় রয়েছে চীনা রিয়েল এস্টেট খাতের নির্মাণ প্রবৃদ্ধি। গতকাল বৃহ¯পতিবার বিশ্বের অন্যতম বৃহৎ রিয়েল এস্টেট কনসালটেন্সি ফার্ম জেএলএল প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সূত্র : সিএনবিসি

এদিকে গ্লোবাল ক্যাপিটাল ফ্লো চলতি বছরের প্রথম প্রান্তিকের প্রতিবেদনে জানিয়েছে, এই সময়ে এশিয়ার আবাসনখাতে সাড়ে ৪ হাজার কোটি ডলারের বিনিয়োগ এসেছে। প্রথম প্রান্তের বিনিয়োগ হিসেবে এটি একটি নতুন রেকর্ড। গত বছরের একইসময়ের চাইতে এটা ১৪ শতাংশ বেশি। এমনকি যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার আবাসনখাতের চাইতেও এগিয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চল।

জেএলএল প্রতিবেদন আরো জানায়, এই অঞ্চলের আবাসনখাত চীনের কারণেই প্রথম প্রান্তে সারা বিশ্বের মাঝে সবচেয়ে এগিয়ে রয়েছে। এই সময় দেশী এবং বিদেশী বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি এবং সরকারের বড় ধরনের অবকাঠামো নির্মাণ প্রকল্পগুলো এই প্রবৃদ্ধির নেপথ্যে অবদান রাখে।

জেএলএল-এর এশিয়া ক্যাপিটাল মার্কেটের প্রধান স্টুয়ার্ট ক্রো সিএনবিসি নিউজকে জানান, চীনের স্থানীয় বাজারে (আবাসনখাতে) ভোক্তাচাহিদা খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে। যার কারণেই বিনিয়োগ প্রবাহ বাড়ছে। যার কারণে দেশটিতে আবাসনখাত সংশি¬ষ্ট নির্মাণ সামগ্রীর উৎপাদনও বেড়েছে। চীনের অনেক বড় কো¤পানি যেমন আলিবাবা এবং জেডি ডটকমও এখন নির্মাণ সামগ্রী উৎপাদনে বিনিয়োগ করছে।

চলতি বছর সার্বিকভাবে বৈশ্বিক আবাসনখাতে বিনিয়োগ প্রবাহ ৮ শতাংশ কমেছে। যার ফলে চলতি বছর ১৫ হাজার ৬শ কোটি ডলার বিনিয়োগ হবে, বলে পূর্বাভাস দিয়েছে জেএলএল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়