শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৩:৪০ রাত
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্যযুদ্ধ স্বত্বেও এশিয়ার আবাসন খাতে নেতৃত্ব দিচ্ছে চীনা কো¤পানিগুলো

নূর মাজিদ : জাপান, অস্ট্রেলিয়া এবং স্বায়ত্বশাসিত হংকংয়ের আবাসনখাতে নির্মাণ প্রবৃদ্ধি কমলেও তা অব্যাহত রয়েছে চীনের মূল ভূখণ্ড । এশিয়ার বৃহৎ অর্থনীতিগুলোর মধ্যে বাণিজ্যযুদ্ধ স্বত্বেও সবচাইতে বেশি সক্রিয় রয়েছে চীনা রিয়েল এস্টেট খাতের নির্মাণ প্রবৃদ্ধি। গতকাল বৃহ¯পতিবার বিশ্বের অন্যতম বৃহৎ রিয়েল এস্টেট কনসালটেন্সি ফার্ম জেএলএল প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সূত্র : সিএনবিসি

এদিকে গ্লোবাল ক্যাপিটাল ফ্লো চলতি বছরের প্রথম প্রান্তিকের প্রতিবেদনে জানিয়েছে, এই সময়ে এশিয়ার আবাসনখাতে সাড়ে ৪ হাজার কোটি ডলারের বিনিয়োগ এসেছে। প্রথম প্রান্তের বিনিয়োগ হিসেবে এটি একটি নতুন রেকর্ড। গত বছরের একইসময়ের চাইতে এটা ১৪ শতাংশ বেশি। এমনকি যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার আবাসনখাতের চাইতেও এগিয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চল।

জেএলএল প্রতিবেদন আরো জানায়, এই অঞ্চলের আবাসনখাত চীনের কারণেই প্রথম প্রান্তে সারা বিশ্বের মাঝে সবচেয়ে এগিয়ে রয়েছে। এই সময় দেশী এবং বিদেশী বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি এবং সরকারের বড় ধরনের অবকাঠামো নির্মাণ প্রকল্পগুলো এই প্রবৃদ্ধির নেপথ্যে অবদান রাখে।

জেএলএল-এর এশিয়া ক্যাপিটাল মার্কেটের প্রধান স্টুয়ার্ট ক্রো সিএনবিসি নিউজকে জানান, চীনের স্থানীয় বাজারে (আবাসনখাতে) ভোক্তাচাহিদা খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে। যার কারণেই বিনিয়োগ প্রবাহ বাড়ছে। যার কারণে দেশটিতে আবাসনখাত সংশি¬ষ্ট নির্মাণ সামগ্রীর উৎপাদনও বেড়েছে। চীনের অনেক বড় কো¤পানি যেমন আলিবাবা এবং জেডি ডটকমও এখন নির্মাণ সামগ্রী উৎপাদনে বিনিয়োগ করছে।

চলতি বছর সার্বিকভাবে বৈশ্বিক আবাসনখাতে বিনিয়োগ প্রবাহ ৮ শতাংশ কমেছে। যার ফলে চলতি বছর ১৫ হাজার ৬শ কোটি ডলার বিনিয়োগ হবে, বলে পূর্বাভাস দিয়েছে জেএলএল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়