আব্দুর রাজ্জাক : শ্রীলংকার জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান সিসিরা মেন্ডিস বুধবার বলেন, ২১ এপ্রিল জঙ্গি হামলায় আড়াই শতাধিক নিহতের ঘটনার আগেই এর মূল হোতা জাহরান হাশেমিকে গ্রেফতার করতে যথেষ্ট তথ্য-প্রমাণ ছিলো। গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার মাস্টারমাইন্ড জাহরান হাশেমির মুক্ত চলাফেরার ওপর সতর্কতাও জারি করা হয়েছিলো বলে তিনি পার্লামেন্টারি তদন্ত কমিটিকে জানান। ইয়ন, এশিয়ান কারেসপন্ডেন্ট
সিসিরা মেন্ডিস বলেন, যদি তাকে আগেই আটক করা হতো তবে হয়তো ভয়াবহ ওই সন্ত্রাসী হামলার ঘটনা এড়ানো যেতো। বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর জন্য আগেই তার বিরুদ্ধে গণমাধ্যমে প্রতিবেদন হয়েছিলো। এমনকি হামলার আগেই তিনি নিরাপত্তা বাহিনীর নজরে আসেন। জিজ্ঞাসাবাদের জন্য হলেও তাকে একবার অন্তত আটক করা উচিৎ ছিলো।
প্রশাসন সূত্রে জানা যায়, ২ বছর আগে পূর্ব শ্রীলংকায় জাহরান হাশেমির গ্রামে মধ্যমপন্থী ইসলামি একটি দলের সঙ্গে সংঘর্ষ হয়েছিলো। ওই ঘটনার জন্যও হাশেমি নিরাপত্তা বাহিনীর নজরে আসেন কিন্তু তখনও তাকে আটক করা হয়নি।
তবে ঠিক কোন পরিস্থিতি সন্ত্রাসীদের গির্জা ও বিলাসবহুল হোটেলে হামলার মত ভয়াবহ ঘটনা এড়াতে সহযোগিতা করেছে তা খতিয়ে দেখতে বুধবার শ্রীলংকার পার্লামেন্ট তদন্ত শুরু করেছে। সম্পাদনা : রাশিদ রিয়াজ