শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৭:০৮ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাগতিক দল হওয়ায় চাপে থাকবে ইংল্যান্ড, বললেন ডু প্লেসিস

স্পোর্টস ডেস্ক : আর কয়েক ঘণ্টা পরেই শুরু হচ্ছে ‘দ্য ওভাল’ স্টেডিয়ামে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। তবে ঘরের মাটিতে খেলা হওয়ায় স্বাগতিক দেশ হিসেবে ইংল্যান্ড অনেক বেশি চাপে থাকবে, বিশ্বাস প্রোটিয়ার অধিনায়ক ফাফ ডু প্লেসিসের।

বিশ্বকাপে আন্ডারডগের কাতারে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকাকে, তা নির্দ্বিধায় মেনে নিয়েছেন প্রোটিয়া দলপতি। দলের ক্রিকেটারদেরও মেনে নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক বলেছেন, ‘ইংল্যান্ড ফেভারিট, তার মানে এটাই যে খেলার দিন আমাদের ওপর চাপ কম থাকবে এবং আমরা নির্ভার হয়ে খেলতে পারবো। আর আমরা টুর্নামেন্টে খেলতে নামছি আন্ডারডগ হিসেবে এবং এটি এই ব্যাপারটি দলের কিছু খেলোয়াড় মেনে নিলে দারুণ হবে।’

বিগত কয়েক বছরে দুর্দান্ত ক্রিকেট খেলে আসছে ইংল্যান্ড। স¤প্রতি পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৪-০ তে জিতে নিয়েছে তারা। যেখানে প্রতি ম্যাচেই তিনশ ঊর্ধ্ব স্কোর ছাড়িয়েছে দলটি। ধারাবাহিক ইংল্যান্ডকে তাই এগিয়ে রাখছেন ডু প্লেসিস, ‘আপনি ফেভারিট হন বা না হন, আপনাকে অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে। তারা ফেভারিট তকমা প্রত্যাশা করে কারণ তাদের মাটিতে খেলা হচ্ছে এবং তারা ধারাবাহিকভাবে ভালো খেলছে।’

অবশ্য শুধু ইংল্যান্ডের বিপক্ষেই নয়, অন্যান্য দলও চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়াবে টুর্নামেন্টে। আর সেই কারণে ভালো ক্রিকেট খেলার প্রতি গুরুত্ব দিতে চাইছেন দলটির কাপ্তান। তাঁর ভাষ্যমতে, ‘তবে আপনাকে এমন অনেক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে পুরো টুর্নামেন্টেই, সুতরাং পুরো টুর্নামেন্টের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়