শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৭:০৮ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাগতিক দল হওয়ায় চাপে থাকবে ইংল্যান্ড, বললেন ডু প্লেসিস

স্পোর্টস ডেস্ক : আর কয়েক ঘণ্টা পরেই শুরু হচ্ছে ‘দ্য ওভাল’ স্টেডিয়ামে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। তবে ঘরের মাটিতে খেলা হওয়ায় স্বাগতিক দেশ হিসেবে ইংল্যান্ড অনেক বেশি চাপে থাকবে, বিশ্বাস প্রোটিয়ার অধিনায়ক ফাফ ডু প্লেসিসের।

বিশ্বকাপে আন্ডারডগের কাতারে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকাকে, তা নির্দ্বিধায় মেনে নিয়েছেন প্রোটিয়া দলপতি। দলের ক্রিকেটারদেরও মেনে নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক বলেছেন, ‘ইংল্যান্ড ফেভারিট, তার মানে এটাই যে খেলার দিন আমাদের ওপর চাপ কম থাকবে এবং আমরা নির্ভার হয়ে খেলতে পারবো। আর আমরা টুর্নামেন্টে খেলতে নামছি আন্ডারডগ হিসেবে এবং এটি এই ব্যাপারটি দলের কিছু খেলোয়াড় মেনে নিলে দারুণ হবে।’

বিগত কয়েক বছরে দুর্দান্ত ক্রিকেট খেলে আসছে ইংল্যান্ড। স¤প্রতি পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৪-০ তে জিতে নিয়েছে তারা। যেখানে প্রতি ম্যাচেই তিনশ ঊর্ধ্ব স্কোর ছাড়িয়েছে দলটি। ধারাবাহিক ইংল্যান্ডকে তাই এগিয়ে রাখছেন ডু প্লেসিস, ‘আপনি ফেভারিট হন বা না হন, আপনাকে অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে। তারা ফেভারিট তকমা প্রত্যাশা করে কারণ তাদের মাটিতে খেলা হচ্ছে এবং তারা ধারাবাহিকভাবে ভালো খেলছে।’

অবশ্য শুধু ইংল্যান্ডের বিপক্ষেই নয়, অন্যান্য দলও চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়াবে টুর্নামেন্টে। আর সেই কারণে ভালো ক্রিকেট খেলার প্রতি গুরুত্ব দিতে চাইছেন দলটির কাপ্তান। তাঁর ভাষ্যমতে, ‘তবে আপনাকে এমন অনেক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে পুরো টুর্নামেন্টেই, সুতরাং পুরো টুর্নামেন্টের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়