শিরোনাম
◈ ওভারটেক করার সময় শ্যামলী ও এনার সংঘর্ষ, নিহত ২ ◈ এলডিসি উত্তরণ পর্যালোচনা: জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ◈ বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের ক্ষেত্রে নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা অনুভব করছে না ইইউ ◈ সৌদি আরবে মাটির নিচে ২৪৪ টন সোনার খনির সন্ধান! ◈ ব্যালটের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আসছে ◈ শিক্ষার্থীদের প্রতি বছর নতুন করে ভর্তি ফি নেওয়ার প্রথা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদ শুরু ◈ ঢাকায় পরিত্যক্ত মার্কেট থেকে ভেসে আসছিল দুর্গন্ধ, অতঃপর... ◈ উত্তরায় এলিট ফোর্স সদস্যের শটগান ছিনতাই ◈ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ঢাকার ৪ থানায় অভিযানে গ্রেপ্তার ৪৯ ◈ পুরস্কারের অর্থের কী হবে? ব্যাখ্যা দি‌লো নরওয়ের কমিটি

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৪:১৪ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটু আইনের লাইনে আসেন

সুচিস্মিতা তিথি : চোর ধরার পরে চোরকে জনসম্মুখে পিটিয়ে রক্তাক্ত বানিয়ে জুতার মালা পরিয়ে পুরা দুনিয়া হাঁটিয়ে আনলেও চোর চুরি থামায় না। কিন্তু আপনি ভাবেন ‘চোরের খুব শাস্তি হয়েছে’ ভাবতে ভাবতে শান্তিতে ঘুমিয়ে যান এবং চোর আবারো তার চুরি করতেই থাকে। এই বিচারহীনতার দুনিয়ার আপনি নিজেই বিচারক তাই চোর পিটিয়ে শান্তি পান আপনি। কিন্তু বিচারহীনতার দুনিয়ায় থ্রিজি, ফোরজি আসার পরে চোর পেটানোর পাশাপাশি সেটা ভিডিও করে ভাইরাল করাও জরুরি। বিশ্ববাসী জানুক। যদিও বিশ্ববাসী জানলো যে, চোর তার চুরি থামিয়ে দেবে তাও কিন্তু নয়।

এখন তো অবস্থা আরো ভয়াবহ। এখন ইভটিচার, ধর্ষক, সেক্সিস্ট কিংবা স্টুপিড মানুষজন নিয়ে ফেসবুকে ট্রল হয়, স্ক্রিনশট শেয়ার করে সবাই মিলে ছিঃ ছিঃ করতে থাকি আর ভাবি ‘উচিত হয়েছে।’ বিচারহীনতার দুনিয়ায় আপনি তিনটা ট্রল, দুইটা ছিঃ ছিঃ পোস্ট লিখে দুদ- শান্তি নিয়ে রাতে ঘুমিয়ে যান।

ইভটিচার, ধর্ষক, সেক্সিস্ট এবং স্টুপিডদের আপনার ট্রল, ছিঃ ছিঃ এবং গালাগালিতে কিছু আসে যায় না, তারা তাদের কাজকর্ম চালিয়েই যায়। তাই আমি বলি কি, একটু আইনের লাইনে আসেন আর কি। কেউ অন্যায়, অপরাধ করলে তার তো বিচার হওয়ারই কথা তাই না? তো সেটা চাইতে সমস্যা কোথায়? এইটুকু বিষয়ে সচেতন না হলে তো ভেজাল! বিচার ব্যবস্থার এই বাজে অবস্থার জন্য আপনি, আমি, আমরা কি দায়ী নই? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়