শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৮:৪৩ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম কারাগারে মারামারি করে মারা গেলো সন্ত্রাসী অমিত

মো. শহিদুল ইসলাম,চট্টগ্রাম : চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারে আসামীর ইটের আঘাতে অমিত মহুরী নামের এক শীর্ষ সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। বুধবার দিনগত রাতে কারাগারের সেলের মধ্যে এই ঘটনা ঘটে।

কারাগার সূত্রে জানা গেছে, ৩২ নম্বর সেলে রিপন নামের এক আসামীর সঙ্গে কথা কাটাকাটি হয় অমিত মুহুরীর। এই সময় দুই জনের মধ্যে মারামারিতে রিপনের ইটের আঘাতে গুরুত্বর আহত হয় সন্ত্রাসী আমিত মুহুরী। আহত অবস্থায় রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন বলেন, ৩২ নম্বর সেলে রিপন এবং অমিত মুহুরীর কথা কাটাকাটি হয়। এসময় তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রিপন ‘ভারী জিনিস’ দিয়ে অমিতকে আঘাত করে। আহত গুরুত্বর আহত হয় আমিত মুহুরী। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যায়।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে ইমরান নামের এক বন্ধুকে খুন করে মরদেহ ড্রামে ভরে দীঘিতে ফেলে দেওয়ার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন অমিত মুহুরী। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়