শিরোনাম
◈ রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে প্রস্তাব ইইউ ও ওআই‌সির, বাংলাদেশ বললো এত শরণার্থীর বোঝা আর নেওয়া যাচ্ছে না ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের আরও একটি চমক, মেন্টর হলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ সকালে পাকিস্তানও কেঁপেছে ৫.২ মাত্রার ভূমিকম্পে ◈ ভূমিকম্পে ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে নিহত অন্তত ৩ ◈ ভূমিকম্পে ঢাকায় আরমানীটোলায় ভবন ধস, হেলে পড়েছে কলাবাগান, মাতুয়াইল ও নিউমার্কেটের পাশের একটি ভবন ◈ 'এখনই তত্ত্বাবধায়ক' দাবি থেকে কেন সরে এলো বিএনপি ও জামায়াত? ◈ ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতাও ◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৯ মে, ২০১৯, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সবাইকে নিয়ে কিশোর-কিশোরীদের কল্যাণে কাজ করতে চাই’

ইউসুফ আলী বাচ্চু : নিয়ার্স-এর সদস্য সচিব মােঃ শওকত হােসেন বলেছেন, সকলকে নিয়ে অর্থাৎ যে সকল এনজিও গুলোকে প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করে আমরা তাদের নিয়ে একই ছাতার নিচে কিশোর কিশোরীদের কল্যাণে কাজ করতে চাই।

বুধবার মেরী স্টোপস বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল এর যৌথ আয়ােজনে হােটেল লেকশাের-এর সভাকক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । কর্মশালায় কিশোর-কিশােরীদের প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করে এমন বেসরকারি সংস্থাসমূহের কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট বিভাগের সরকারি কর্মকর্তাগণ, কিশাের-কিশােরী , নিয়ারস-এর সদস্য প্রতিষ্ঠানসমূহ ও বিন্নি গণমাধ্যমের প্রতিনিধিগণ অংশগ্রহণের তিন এ কথা বলেন।

শওকত হোসেন বলেন, বাংলাদেশ সরকারের কৈশোর স্বাস্থ্যের জাতীয় কৌশলপত্র ২০১৭-২০৩০ বাস্তবায়নে সরকারকে সহায়তার অংশ উজ কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় মূল বিষয়বস্তু উপস্থাপনা করেন নিয়রিস এর ভাইস প্রেসিডেন্ট জনাৰ ইমতিয়াজ। উপস্থাপনা শেষে কিশাের কিশােরীদের মাঝে যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং জেন্ডার সমতা বিষয়ক জ্ঞান ও চর্চায় সয়াস এর ভূমিকা বিষয়ে উন্মুক্ত আলােচনা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বাংলাদেশের কিশাের কিশােরীদের কল্যাণে ২০০৩ সাল থেকে নেটওয়ার্ক ফর এনসিওরিং এডােলেসেন্ট যােভাকটিভ হেলথ, রাইটস এন্ড সার্ভিসেস (নিয়ারস) কাজ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে কিশাের কিশােরীদের নিয়ে কাজ করে এমন ৮৫টি জাতীয় ও আন্তজাতিক সংস্থা এই নেটওয়ার্কের সক্রিয় সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়