শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৮:৪২ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালো তালিকাভুক্ত অস্ত্র বিশেষজ্ঞ লে. জেনারেল থিন এখনো কাজ করছে মিয়ানমার সেনাবাহিনীতে

হ্যাপি আক্তার : জাতিসঙ্ঘ প্রস্তাব লঙ্ঘন করে উত্তর কোরিয়ার সাথে অস্ত্র চুক্তি সম্পাদনের জন্য অভিযুক্ত মিয়ানমার সামরিক বাহিনীর যুক্তরাষ্ট্র-কর্তৃক কালো তালিকাভুক্ত এক সিনিয়র অফিসার এখনো ‘অস্ত্র উপদেষ্টা’ হিসেবে সে দেশের সেনাবাহিনীর সাথে কাজ করছে। যদিও কয়েক বছর আগে তার সেনাবাহিনীর চাকরির সমাপ্তি ঘটেছে।- সাওথ এশিয়া মনিটর।

সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন সোমবার মিডিয়াকে নিশ্চিত করেন যে লে. জেনারেল থিন তায় এখনো অস্ত্র বিশেষজ্ঞ হিসেবে সামরিক বাহিনীর সাথে কাজ করে যাচ্ছেন। অন্য স্থান থেকে চোরাই পথে সামরিক বাহিনীর জন্য অস্ত্র আনার পর ওই জেনারেলের চাকরি চলে গেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তিনি তা অস্বীকার করেন।

মুখপাত্র বলেন, তিনি বিশেষজ্ঞ। রাষ্ট্র চাইলে তার চাকরির মেয়াদ বাড়াতে পারে।
তিনি আরো বলেন, অতীতে যারা অস্ত্র চোরাচালানের সাথে জড়িত ছিলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে তিনি বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান।

মার্কিন অর্থ বিভাগ ২০১৩ সালে লে. জেনারেল থিন তায়কে কালো তালিকাভুক্ত করে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি চোরাই পথে উত্তর কোরিয়া থেকে মিয়ানমারে অস্ত্র এনেছেন। তিনি ওই সময় মিয়ানমারের প্রতিরক্ষা শিল্পের মহাপরিচালক ছিলেন।

প্রকৌশলী হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ওই লে. জেনারেল আগের থিন সিন প্রশাসনে সীমান্ত বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০০৮ সালের শেষ দিকে গোপনে উত্তর কোরিয়া সফর করেন। সফরকালে তিনি উত্তর কোরিয়ার সামরিক স্থাপনাগুলো পরিদর্শন করেন বলে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে। ওই সময় উত্তর কোরিয়া থেকে মিয়ানমার কী ধরনের সামরিক সরঞ্জাম এনেছিলো, তা স্পষ্ট নয়।

মিয়ানমার ২০১৩ সালে উত্তর কোরিয়া থেকে অস্ত্র আমদানি বন্ধ করে দেয়। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়