ইসমাঈল ইমু : বাংলাদেশ পুলিশের একটি নারী কন্টিনজেন্ট জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কঙ্গো মিশনে যোগ দিচ্ছে। ১৮০ জন পুলিশ সদস্যের এ দলটি বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট-১ কন্টিনজেন্টকে প্রতিস্থাপন করবে। তারা সোমবার গভীর রাতে জাতিসংঘের ভাড়া করা একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছেন। কন্টিনজেন্টটির কমান্ডারের দায়িত্ব পালন করছেন পুলিশ সুপার সালমা সৈয়দ পলি।
পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ জাতিসংঘ মিশনগামী ‘ব্লু হেলমেট’ পরিহিত নারী পুলিশ শান্তিরক্ষীদেরকে বিমান বন্দরে বিদায় জানান।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের অন্তর্ভুক্তি ঘটে ২০১০ সালে। তারা হাইতি মিশনে দায়িত্ব পালনের মধ্য দিয়ে শান্তিরক্ষার পাশাপাশি ভূমিকম্প বিধ্বস্ত হাইতির জনগণকে মানবিক সহায়তা প্রদান করেছেন, তাদের এ অনন্য অবদান বিশ্ববাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা ২০১১ সাল থেকে পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।