শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ১০:০৫ দুপুর
আপডেট : ২৮ মে, ২০১৯, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিস্থিতি উত্তরণে আসন্ন বাজেটে পৌনে ১২ হাজার কোটি টাকা প্রণোদনার দাবি বিজিএমইএ’র

মোহাম্মদ মাসুদ : পোশাকের দাম কমে যাওয়াসহ নান কারণে প্রতি মাসে বন্ধ হচ্ছে গড়ে ২০টি রপ্তানিমুখী কারখানা। এতে বেকার হচ্ছে হাজারো শ্রমিক। পরিস্থিতি উত্তরণে আসছে বাজেটে পৌনে ১২ হাজার কোটি টাকা প্রণোদনা দাবি করেছে মালিকদের সংগঠন বিজিএমইএ। ইন্ডিপেনডেন্ট টিভি

দেশের মোট রপ্তানি আয়ের ৮২ ভাগই আসে তৈরি পোশাক খাত থেকে। উদ্যেক্তারা বলছেন, বিশ্ববাজারে পোশাকের দাম কমে যাওয়া, শ্রমিকের মজুরি বৃদ্ধি এবং সংস্কার কাজের ব্যয়সহ বিভিন্ন কারণে চাপে আছেন তারা। বিজিএমইএর হিসেবে গত এক মাসে শ্রমিকের বেতন ভাতা না দিতে পেরে বন্ধ হয়েছে ২২টি কারখানা। এতে বেকার হয়েছেন প্রায় ১১ হাজার শ্রমিক। ঈদের আগেও কিছু কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা উদ্যোক্তাদের।

রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ’র নেতারা। তৈরি পোশাক শিল্পকে বাঁচাতে সরকারের কাছে রপ্তানিতে নগদ ৫ ভাগ প্রণোদনা দাবি করেন তারা। বলেন, ৫ বছরে সুবিধা পেলে ঘুরে দাড়াবে এ খাত।

বিজিএমইএ’র সভাপতি রুবানা হক বলেন, শুধুমাত্র নিউমার্কেটের জন্য ৪% দিয়ে সাড়ে চারশ পর্যন্ত প্রবৃদ্ধি হতে পারে। তাহলে সব মার্কেটের জন্য ৫% দেয় হয় তাহলে স্বাভাবিভাবে আমাদের সক্ষমতা বেড়ে যেতে পারে। নেতারা জানান রপ্তানিমুখী খাত হিসেবে তৈরি পোশাক শিল্প ভ্যাটের আওতা মুক্ত। তা সত্বেও ভ্যাট চালানসহ নানাধরণের নথি তাদের সংগ্রহ করতে হয়। এ নিয়ে এনবিআরের হয়রানির মুখেও পড়তে হয় তাদের।

অন্যতম শীর্ষ নেতা মোহাম্মদ হাতেম বলেন, আমি মুশক চালান দিলাম না তাতে রাষ্টের কি ক্ষতি হচ্ছে কারণ আমার তো ভ্যাট নেই। সহজ করার জন্য প্রধানমন্ত্রী যেখানে বলছেন সেখানে তারা এগুলোকে আরও কঠিন করে তুলছে। সুতরাং সকল প্রকার ভ্যাটের অত্যাচার থেকে আমাদের মুক্তি দেয়া হোক। পোশাক শিল্প রক্ষায় ডলারের বিনিময় হার যৌক্তিক পর্যায়ে রাখা, ভালো ঋণ গ্রহীতাদের প্রণোদনা দেয়াসহ গ্যাস-বিদ্যুতের দাম না বাড়ানোর দাবিও তুলে ধরেন বিজিএমই নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়