শিরোনাম
◈ ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে ডিসি-ইউএনওদের বাদ দিয়ে কারা থাকবে? ◈ ‘ভারতীয় সফটওয়্যার’ ইরানে হামলার নেপথ্যে, আতঙ্কে মুসলিম বিশ্ব ◈ সারজিস-হাসনাতকে শতবার কল করলেও রিসিভ করেন না: শহীদ জাহিদের মায়ের অভিযোগ ◈ ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি, ঝড়ের শঙ্কা ◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৪:২৯ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ ক্রিকেট ঘিরে তিনটি বিষয়ে উদ্বিগ্ন আইসিসি

আক্তারুজ্জামান : রাত পোহানোর দূরত্বে এসে ঠেকেছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। আগামী ৩০ মে ব্রিটিশদের মাটিতে পর্দা উঠছে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে এই বড় আসরের। ১০ দলের অংশগ্রহণে ৪৮টি ম্যাচ মাঠে গড়াবে ১২তম আসরে। নতুন নিয়মে এবারের আসর মাঠে গড়ানোর আগে তিনটি বিষয় নিয়ে বেশ চিন্তিত ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র সঙ্গে এক সাক্ষাতে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।

সাক্ষাৎকারে তিনি বিশ্বকাপকে নিয়ে নিজের উত্তেজনা আর উদ্বেগের কথা প্রকাশ করেছেন। ‘আমি শেষবার ১৯৯২ সালে এমন উত্তেজিত ছিলাম, কারণ সে সময় আমি নিজেই ক্রিকেট খেলতাম- আর এবারের আয়োজন নিয়ে তিনি মুগ্ধ বিশ্বকাপ নিয়ে মানুষের আগ্রহ দেখে। যুক্তরাজ্য ও বৈশ্বিকভাবে টিকেটের প্রচুর চাহিদা এবারে, যা আমাদের আশাবাদী করছে।’
আইসিসি' প্রধান নির্বাহী বলেন, ‘কিছু ব্যাপার থাকে যা আমাদের নিয়ন্ত্রণে থাকে না, সেসব নিয়েই মূলত আমাদের উদ্বেগ। এখন কথা হলো কী সেই উদ্বেগগুলো?

আবহাওয়া : ইংল্যান্ডের আবহাওয়া চিরদিনই আনপ্রেডিক্টেবল, অর্থাৎ এই রোদ তো এই বৃষ্টি। মে মাসের শেষের দিকে এখন লন্ডন শহরের আবহাওয়াতে বেশ অধারাবাহিক লক্ষ্য করা গেছে। গতকাল (২৬ মে) পুরোদিন মেঘলা আবহাওয়া সাথে বৃষ্টিও হয়েছে সন্ধ্যার দিকে।

কার্ডিফে গতকাল ভেসে গিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রস্তুতিমূলক ম্যাচ। এ নিয়ে রিচার্ডসন বলেন, এমন আসরে কিছু জিনিস থাকে, যা কারো নিয়ন্ত্রণে থাকে না। ‘যেমন আবহাওয়া, আমরা আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারবো না, বলছিলেন আইসিসির প্রধান নির্বাহী।

অর্থাৎ বিশ্বকাপের চলতি আসরের কিছু ম্যাচ যে খারাপ আবহাওয়ার খপ্পরে পড়তে পারে, তার আভাস তিনি আগেই দিয়ে রাখছেন।

নিরাপত্তা : আরেকটা ব্যাপার হচ্ছে নিরাপত্তা। যেকোনো বিশ্ব ইভেন্টে নিরাপত্তা নিয়ে একটা উদ্বেগ সবসময়েই থাকে আয়োজকদের। ২০০৯ সালে পাকিস্তানের মাটিতে শ্রীলঙ্কা দলের ওপর সরাসরি হামলা হওয়ার পর থেকে আইসিসি এই বিষয়ে বাড়তি নজরদারি করছে।

চলতি বছরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফরের সময়, দলের খুব কাছেই, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি সন্ত্রাসী হামলা এবং স¤প্রতি শ্রীলঙ্কায় হয়ে যাওয়া বোমা হামলার ঘটনার পর এই উদ্বেগ হয়তো বেড়েছে।

তবে আইসিসির প্রধান নির্বাহী জানাচ্ছেন, নিরাপত্তা নিয়ে সন্তোষজনক ব্যবস্থা নেয়া হয়েছে ইতোমধ্যে। ‘বিশ্বজুড়ে এটা নিয়ে আলোচনা হয় আমরা জানি। আমরা ঝুঁকি কমিয়ে আনছি’ নিরাপত্তা নিয়ে আশ্বাস দিয়েছেন ডেভিড রিচার্ডসন।

ম্যাচ পাতানো : ম্যাচ পাতানোর ইস্যুতে নিজেদের খুব শক্ত অবস্থানের কথা ব্যক্ত করেছেন ডেভ রিচার্ডসন। যারা ম্যাচ পাতায় তাদের সম্পর্কে তিনি বলেন, ‘শেষ ১২ মাসে দুর্নীতি দমন ইউনিটের কাজ চোখে পড়ার মতো, আমরা এখন জানি কারা এসব করছে। তারা যাতে বিশ্বকাপের কোনো জায়গায় ঠাঁই না পায়, সে ব্যবস্থা করা হয়েছে।’

এবারে বিশ্বকাপের ফরম্যাট নিয়ে আলোচনা-সমালোচানা হলেও এ নিয়ে ফরম্যাট নিয়ে বেশ আশাবাদী ডেভিড রিচার্ডসন। তার মতে, ১০ দলের বিশ্বকাপ হলেও এটাই সেরা ফরম্যাট, যেখানে সেরা দলগুলোই লড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়