শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৮:২৪ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিটি ম্যাচকেই শেষ ম্যাচ হিসেবে গণ্য করেন সাব্বির

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের হার্টহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। ইংল্যান্ডে অবস্থান করা এই ব্যাটসম্যান জানালেন, প্রতিটি ম্যাচই তার জন্য শেষ ম্যাচ এবং তিনি প্রতিটি ম্যাচেই নিজের সর্বোচ্চ দিয়ে পারফর্ম করতে চান।

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে মোসাদ্দেক হোসেনের ম্যাচ জয়ী ফিফটি সাব্বির রহমানের জায়গা নড়বড়ে করে দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে কার্ডিফের প্রস্তুতি ম্যাচটিতে নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল, কিন্তু ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সাব্বিরের পথ আরও কঠিন হয়ে যায়।

সাব্বির বলেন, ‘আমি সবসময় কঠিন ও চ্যালেঞ্জিং অবস্থায় থেকে খেলে এসেছি। এবারো ব্যতিক্রম নয়। বিশ্বকাপে আমি আমার ১০০% দিতে চাইব এবং আমার সেরা ক্রিকেট খেলতে চাইব। আমি সবসময় প্রতিটি ম্যাচকেই আমার শেষ ম্যাচ হিসেবে গণ্য করি। প্রতি ম্যাচেই সবটুকু দিয়ে ভালো করার চেষ্টা করি, যেন পরের ম্যাচে খেলার সুযোগ পাই।’

বিশ্বকাপের কঠিন চ্যালেঞ্জ নেয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিচ্ছেন সাব্বির। স¤প্রতি নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। কিউইদের বিপক্ষে সেঞ্চুরিটি সাব্বিরের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তবে নিউজিল্যান্ড সিরিজের পর আন্তর্জাতিক অঙ্গনে বড় ইনিংস খেলার সুযোগ পাচ্ছেন না সাব্বির। আয়ারল্যান্ডে উইকেটে সময় কাটানোর সুযোগ হয়নি তার।

তিনি আরো বলেন, ‘আমি অনুশীলনে বিশ্বাস করি। অনুশীলনে ভালো করলে আত্মবিশ্বাস বাড়ে। অনুশীলনে ভালো করলে ম্যাচেও ভালো করব। আমি ম্যাচ খেলতে পারছি না। আমার আত্মবিশ্বাস অনুশীলন থেকেই বাড়াতে হবে।’

এছাড়া দ্বিতীয়বারের মতো ক্রিকেটের বড় মঞ্চে খেলা নিয়ে সাব্বির বলেন, ‘২০১৫ বিশ্বকাপের সাথে যথেষ্ট আবেগ জড়িত ছিল, আমার প্রথম বিশ্বকাপ ছিল। এবার আমি যথেষ্ট পরিনত। আমি কয়েক বছর ধরে জাতীয় দলের হয়ে খেলছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়