শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৬:৫০ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরা সরকারি মেডিকেলের ১০ বস্তা চিকিৎসা সামগ্রী মাটির নিচ থেকে উদ্ধার

হ্যাপি আক্তার : সাতক্ষীরা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মাটির নিচ থেকে বিপুল পরিমাণ ওষুধ, গজ ও ব্যান্ডেজ উদ্ধার করা হয়েছে। লুকিয়ে রাখা এসব ওষুধের পরিমাণ কমপক্ষে ১০ বস্তা। এর মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে যার মেয়াদ ২০২২ সাল পর্যন্ত। ইনডিপেনডেন্ট টেলিভিশন।

বৃষ্টির পানিতে ধুয়ে লুকিয়ে রাখা ওষুধগুলো মাটির নিচে বেরিয়ে পড়ে। গতকাল শনিবার দুপুরে হাসপাতালের পেছনের রান্না ঘরের পাশ থেকে এসব চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে এক্সরোল, এসেনসিয়াল ড্রাগের ফলিক এসিড, ভিটামিন বি-কমপ্লেক্স অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন-৫০০এমজি, এসকেএফের কিলম্যাক্স-২৫০ এমজিসহ বিভিন্ন ওষুধ দেখা যায়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, লুকিয়ে রাখা এসব ওষুধগুলো সরকারি। এসব ওষুধের এখনো মেয়াদ রয়েছে।

স্থানীয়রা জানান, একটি চক্র ওষুধ পাচারের চেষ্টা করে। তবে স্থানীয়দের তাড়া খেয়ে তারা হাসপাতালের পেছনে সেগুলো মাটি চাপা দেয়। বৃষ্টি হলে মাটি সরে যায়। এতে পাচার হওয়া চিকিৎসা সামগ্রী স্থানীয়দের চোখে পড়ে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মো. শাহজাহান আলী বলেন, ক্যান্টিনের পেছনে সেপটিক ট্যাংকের পাশে বহু টাকা মূল্যের এ ওষুধ মাটি চাপা দেওয়া ছিলো। বৃষ্টির পানিতে ভিজে তা বেরিয়ে পড়ে।
সাতক্ষীরা জেলা প্রশাসক কেএম মোস্তফা কামাল বলেন, বিষয়টি নিয়ে মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

এদিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে দরজায় তালা লাগিয়ে সটকে পড়েন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শাজাহান আলী। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়