শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৬:৫০ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরা সরকারি মেডিকেলের ১০ বস্তা চিকিৎসা সামগ্রী মাটির নিচ থেকে উদ্ধার

হ্যাপি আক্তার : সাতক্ষীরা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মাটির নিচ থেকে বিপুল পরিমাণ ওষুধ, গজ ও ব্যান্ডেজ উদ্ধার করা হয়েছে। লুকিয়ে রাখা এসব ওষুধের পরিমাণ কমপক্ষে ১০ বস্তা। এর মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে যার মেয়াদ ২০২২ সাল পর্যন্ত। ইনডিপেনডেন্ট টেলিভিশন।

বৃষ্টির পানিতে ধুয়ে লুকিয়ে রাখা ওষুধগুলো মাটির নিচে বেরিয়ে পড়ে। গতকাল শনিবার দুপুরে হাসপাতালের পেছনের রান্না ঘরের পাশ থেকে এসব চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে এক্সরোল, এসেনসিয়াল ড্রাগের ফলিক এসিড, ভিটামিন বি-কমপ্লেক্স অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন-৫০০এমজি, এসকেএফের কিলম্যাক্স-২৫০ এমজিসহ বিভিন্ন ওষুধ দেখা যায়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, লুকিয়ে রাখা এসব ওষুধগুলো সরকারি। এসব ওষুধের এখনো মেয়াদ রয়েছে।

স্থানীয়রা জানান, একটি চক্র ওষুধ পাচারের চেষ্টা করে। তবে স্থানীয়দের তাড়া খেয়ে তারা হাসপাতালের পেছনে সেগুলো মাটি চাপা দেয়। বৃষ্টি হলে মাটি সরে যায়। এতে পাচার হওয়া চিকিৎসা সামগ্রী স্থানীয়দের চোখে পড়ে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মো. শাহজাহান আলী বলেন, ক্যান্টিনের পেছনে সেপটিক ট্যাংকের পাশে বহু টাকা মূল্যের এ ওষুধ মাটি চাপা দেওয়া ছিলো। বৃষ্টির পানিতে ভিজে তা বেরিয়ে পড়ে।
সাতক্ষীরা জেলা প্রশাসক কেএম মোস্তফা কামাল বলেন, বিষয়টি নিয়ে মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

এদিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে দরজায় তালা লাগিয়ে সটকে পড়েন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শাজাহান আলী। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়