রাশিদ রিয়াজ : চীনের ইস্ট হোপ গ্রুপ আবুধাবিতে যে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করছে শিল্পাঞ্চল গড়ে তোলার জন্যে তার নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। ধাতব শিল্প ছাড়াও সাংহাইয়ের এ প্রতিষ্ঠানটি আবুধাবির এ শিল্পাঞ্চল গড়ে আফ্রিকা ও ইউরোপে বিনিয়োগ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। আরব বিজনেস
আবুধাবির কিজাদে এ শিল্পাঞ্চল গড়ে তোলা হচ্ছে। ১৫ বছরের মধ্যে এ শিল্পাঞ্চলে পূর্ণ উদ্যমে উৎপাদন শুরু করবে। প্রায় ৮ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গড়ে তোলা হচ্ছে এ শিল্পাঞ্চল। প্রাথমিকভাবে এ্যালুমিনা প্রাপ্তি ও একটি গবেষণা কেন্দ্রের ওপর জোর দেয়া হচ্ছে। আবুধাবি বন্দর লাগোয়া এ শিল্পাঞ্চল সহজেই বন্দর সুবিধা পাবে। কাছেই খালিফা বন্দর দিয়ে নির্মাণ সামগ্রী থেকে শুরু করে আমদানিকৃত পণ্য দ্রুত সেখানে খালাস করা সম্ভব হবে। এ বছরের শুরুতে কিজাদে টায়ার ম্যানুফ্যাকচারিং প্লান্টে বিনিয়োগ করেছে রোডবট। চীন-আমিরাত ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি কোঅপারেশন ডেমোনেস্ট্রেশন জোনে ওই শিল্পটি গড়ে উঠছে। গত বছর ১৯টি চীনা বিনিয়োগ প্রতিষ্ঠান আবুধাবির এ অঞ্চলে বিনিয়োগ বাস্তবায়ন শুরু করেছে।