স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পর্দা উঠতে আরো কয়েক দিন বাকি আছে। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। এই ফিল্ডিং করার সময় ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ দুই বোলার মার্ক উড ও জফরা আর্চারের ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। পরে বাধ্য হয়ে দীর্ঘ ৮ বছর পর ইংল্যান্ডের জার্সি গায়ে মাঠে নামে পড়েন সাবেক তারকা পল কলিংউড।
দলটির সহকারী কোচের ভ‚মিকায় আছেন তিনি। উড ও আর্চার ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লে ইংল্যান্ড পরিণত হয় ১০ জনের দলে। ফলে বিশ্বকাপ জার্সি গায়ে মাঠে নেমে পড়েন কলিংউড।
ম্যাচের ৭ম ওভারে বোলিং করার সময় পায়ে চোট পান মার্ক উড। গত দুদিনে ইনজুরিতে পড়া ইংল্যান্ডের পঞ্চম ক্রিকেটার উড। একই ওভারে বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েন জফরা আর্চার।
এছাড়া, দাদার মৃত্যুর কারণে আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলা হচ্ছে না জো রুটের। তাছাড়া দলটির অধিনায়ক ইয়ন মরগান ও আদিল রশিদ শুক্রবার অনুশীলনের সময় চোটে পড়েছেন। এই কারণেই একাদশ পূরণ করতে বেগ পেতে হয়েছে ইংল্যান্ডের। ফলে জার্সি গায়ে মাঠে নেমে পড়তে হয়েছে কলিংউডকে। দলের প্রয়োজনে হয়তো ব্যাট করতেও দেখা যেতে পারে তাকে।