শেখ নাঈমা জাবীন : নির্বাচনে বিজেপির ‘অভূতপূর্ব’ জয়ে আদভানির অভিনন্দন মোদীকে, প্রশংসা শাহেরওলোকসভা নির্বাচনে ‘অভূতপূর্ব জয়ে’র দিকে বিজেপির এগিয়ে যাওয়া দেখে বৃহস্পতিবার বর্ষীয়ান বিজেপি নেতা এলকে আদভানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন। বিজেপি সভাপতি অমিত শাহ যেভাবে দলের বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করেছেন, তারও প্রশংসা করেছেন তিনি। একটি বিবৃতিতে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন নির্বাচনে বিজেপিকে অভ‚তপ‚র্ব জয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।’ এনডিটিভি
পরে তিনি আরও বলেন, ভারতের মতো একটা এত বড় ও বৈচিত্রময় দেশে যেভাবে নির্বাচনী প্রক্রিয়া সাফল্যের সঙ্গে সম্পন্ন হল তাতে তাঁর অত্যন্ত সুন্দর অনুভূতি হচ্ছে। প্রাক্তন উপ প্রধানমন্ত্রী পরে আরও বলেন, ‘আমাদের মহান দেশ যেন এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে যায়।’ উল্লেখ্য, আদভানির সঙ্গে অমিত শাহ ও নরেন্দ্র মোদীর মধ্যে বিরোধ চলছিলো। সম্পাদনা : কায়কোবাদ মিলন