শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৮:২০ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে স্ত্রী-সন্তানদের নিতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটটাররা

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেওয়া দশ দল প্রত্যেকে একে অপরের বিপক্ষে খেলবে। প্রায় দেড় মাস চলবে এই আসরটি। তাই প্রতিটি দলকে লম্বা সময় ইংল্যান্ডেই থাকতে হবে। এত লম্বা সফরে মানসিকভাবে শক্ত থাকার লক্ষ্যে প্রায় সব দেশের ক্রিকেট বোর্ডই তাদের খেলোয়াড়দের অনুমতি দিয়েছে স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে থাকার। যাতে করে দীর্ঘ এ সফরে দেশের প্রতি, বাড়ির প্রতি আলাদা দুর্বলতা তৈরি হয়ে খেলায় এর ছাপ না পড়ে।

কিন্তু উল্টো পথে হাঁটল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা সাফ জানিয়ে দিয়েছে বিশ্বকাপের পুরোটা সময়ে স্কোয়াডের কোনো সদস্য তাদের স্ত্রী-সন্তানদের সঙ্গে রাখতে পারবে না। পিসিবির নতুন পলিসিতে নিষিদ্ধ করা হয়েছে খেলোয়াড়দের স্ত্রী-সন্তানদের উপস্থিতি।

তবে এক্ষেত্রে হালকা ছাড় দিয়েছে পিসিবি। কোনো খেলোয়াড় যদি তার পরিবারের সদস্যদের ইংল্যান্ডে রাখতে চায়, সেক্ষেত্রে সব ব্যবস্থা করতে হবে সেই নির্দিষ্ট খেলোয়াড়কেই। এমনকি দলের সঙ্গে যাতায়াত কিংবা এক হোটেলে থাকার ব্যবস্থাও করবে না পিসিবি। সবই ঠিক করতে হবে নির্দিষ্ট খেলোয়াড়দের।

ধারণা করা হচ্ছে, পুরো বিশ্বকাপজুড়ে খেলোয়াড়দের মনোযোগ শুধুমাত্র ক্রিকেটের ওপর রাখার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। পরিবারের উপস্থিতি খেলোয়াড়দের স্বাভাবিক রুটিনে ব্যাঘাত ঘটাতে পারে বলে ধারণা পিসিবির। তাই সব শেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলোয়াড়দের পরিবার সদস্যরা সঙ্গে থাকলেও, বিশ্বকাপে থাকছে না সে সুযোগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়